বৈচিত্রপূর্ণ অস্ট্রেলিয়ান দর্শকরাই টুর্নামেন্ট মাতিয়ে রাখবে বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সিইওর প্রত্যাশা

ICC T20 World Cup Photo Opportunity

Nick Hockley, Chief Executive Officer at ICC T20 Source: Getty Images AsiaPac

মহিলা ও পুরুষ উভয়ের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ অনুষ্ঠিত হবে যথাক্রমে ফেব্রুয়ারি-মার্চ এবং অক্টোবর-নভেম্বর মাসে অস্ট্রেলিয়া জুড়ে। এই বড় ক্রিকেট টুর্নামেন্টগুলির জন্য অস্ট্রেলিয়ার দর্শকরা তৈরী হচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সিইও নিক হকলে এসবিএস বাংলার কাছে এই ইভেন্ট আয়োজনের নানা দিক তুলে ধরেছেন।



মিঃ নিক হকলি বলেন, পুরুষ ও মহিলা উভয় বিশ্বকাপ ২০২০ সালে অনুষ্ঠিত হলেও ভিন্ন ভিন্ন সময়ে ঘটছে।

"একটি বড় ইভেন্ট হ'ল মানুষকে একত্রিত করার বিষয়ে; এবং সিডনি অলিম্পিক, মেলবোর্ন কমনওয়েলথ গেমসের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর মতো বড় ইভেন্টের আয়োজনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।"

"এই বড় ইভেন্টগুলির জন্য আমাদের সারা দেশে অনেক দর্শনীয় ক্রিকেট ভেন্যু রয়েছে।"

বিভিন্ন দেশ এবং কমুনিটির দর্শকদের কথা উল্লেখ করে মিঃ নিক বলেছেন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মতো দেশগুলি এখানে খেললে খেলোয়াড়রা যে কোনও ম্যাচেই নিজ দেশের দর্শকদের ভীড় আশা করতে পারে।

"সুতরাং, এটি একটি খুব দুর্দান্ত বিষয়"।

বাংলাদেশ দল এবং তাদের খেলার ভেন্যু সম্পর্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের সিইও এসবিএস বাংলাকে জানিয়েছেন যে বাংলাদেশ পুরুষ দলটি অটোমেটিক্যালি অক্টোবরে-নভেম্বর মাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে, এবং মহিলা দলটিও সম্প্রতি যোগ্যতা অর্জন করেছে এবং টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। মহিলাদের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পুরো অস্ট্রেলিয়া জুড়ে ফেব্রুয়ারি-মার্চ মাসে।

"টিকিট পাওয়ার সর্বোত্তম উপায় হ'ল আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.t20worldcup.com পরিদর্শন করা"

পুরো অডিওটি বাংলায় শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand