মেলবোর্নের শিল্পী ও কলা-কুশলীদের নিয়ে তারান্নুমের মিউজিক ভিডিও 'থমকে আছি'

Artist-model Salman and Shajuty feature in Tarannum's latest music video produced in Melbourne.

Artist-model Salman and Shajuty feature in Tarannum's latest music video produced in Melbourne. Source: Tarannum Afrin

পেশায় ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট তারান্নুম আফরিন নিয়মিত সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। গত দুবছরে বেশ কিছু গান রেকর্ড করা হয়েছে তার, যেগুলো মুক্তি পেয়েছে ইউটিউবের জনপ্রিয় প্ল্যাটফর্মে। সম্প্রতি তিনি মেলবোর্নের কলাকুশলীদের নিয়ে নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও যা বেশ প্রশংসা কুড়িয়েছে।


তারান্নুম আফরিন কথা বলেছেন এসবিএস বাংলার সাথে তার সঙ্গীত চর্চা এবং প্রযোজনা নিয়ে। 

তারান্নুম আফরিন এসবিএস বাংলায় আপনাকে স্বাগত
এসবিএস বাংলাকে অসংখ ধন্যবাদ আমাকে আমন্ত্রন জানানোর জন্য।

বেশ কয়েক বছর ধরেই আপনার রেকর্ড করা গান এবং ভিডিও চোখে পড়ছে, সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রশংসিতও হচ্ছে। পেশাগত ব্যস্ততার মধ্যে সংগীত চর্চা এবং প্রযোজনায় কিভাবে সময় দিচ্ছেন?

আসলে ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করে এসেছি। মাঝখানে দেশের বাইরে থাকার জন্য আর পড়াশুনার চাপে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম। গত বছর লক ডাউনের কারণে মানুষ নতুন প্রযুক্তির দিকে ঝুঁকেছে আর সেই সুবাদে আমরা দূরত্বকে অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। তার ধারাবাহিকতায় আমার বাড়িতে ছোট একটা রেকর্ডিং ষ্টুডিও তৈরী করি।

আমার মেয়ের গানের আগ্রহ থেকে কিছু গান লিখি, সুর করি আর বাংলাদেশ থেকে কম্পোজ করে গাই। তখন পেনডেমিক সিচুয়েশনের কারণে মিডিয়া জগৎ আর এর মানুষ গুলো অনেক অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছিলো। এরা আমার হৃদয়ের খুব কাছের লোক। এদের কর্মসংস্থানের কথা মাথায় রেখেই কিছু মিউজিক ভিডিও নির্মাণ করি আমার নিজের চ্যানেলের জন্য আর কিছু মুক্তি পায় বাংলাদেশের খ্যাতিমান লেবেল থেকে স্বনামধন্য গীতিকার, সুরকার আর সহশিল্পীদের সাথে।
Tarannum releases her new music video produced in Melbourne
Tarannum releases her new music video produced in Melbourne Source: Tarannum Afrin
আলহামদুলিল্লাহ কিছু গান রুচিশীল শ্রোতারা গ্রহণ করেছেন। সেই উৎসাহ পেয়েই কাজের গতিটা বেড়েছে। আসলে ফুল টাইম জব আর ঘরের কাজ সামলে গানের জন্য সময় দেয়াটা কঠিন। কিন্তু আমার ছোট্ট মেয়েটা যখন ইউটিউবে আমার নতুন গান দেখে "মামী নিউ সং" বলে বলে হাত পা নাচায়; সব ক্লান্তি ভুলে মাঝ রাতে স্টুডিওতে ঢুকি নতুন কোনো গান তৈরী বা রেওয়াজ করার জন্য।

আপনার কিছু কিছু মিউজিক ভিডিও মেলবোর্নের স্থানীয় কলাকুশলীদের নিয়ে করা - অস্ট্রেলিয়ায় ভিডিও প্রযোজনা করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো?

ভীষণ আনন্দ নিয়ে কাজগুলো করেছি। মেলবোর্নের শিল্পীদের প্রত্যেকেরই কিন্তু এটা মূল পেশা না; শখের কাজগুলো হলেও কাজগুলোর মান কোনো অংশেই বাংলাদেশের মেইন স্ট্রিমের মডেলদের বা ডিরেক্টরদের চেয়ে কম নয়। তার সঙ্গে মেলবোর্নের নয়নাভিরাম লোকেশনগুলো বাড়তি পাওনা। প্রত্যেক কলাকুশলী ভীষণ পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন এবং সবচেয়ে আনন্দের ছিল কাজগুলো প্লানড সময়ের মধ্যে শেষ করা।

ভবিষ্যতে আর কোন পরিকল্পনা আছে কি?

নাটকে আর সিনেমার গানেই বেশি মন দিতে চাই ভবিষ্যতে। আসলে টিম যত বড় হয়, তত মানুষের কাছে বেশি পৌঁছানো যায়। মানুষের হৃদয়ে জায়গা পাবার চাইতে তো আনন্দের আর কিছুই নেই।

এসবিএস বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান?

এসবিএস বাংলা বরাবরই আমার সঙ্গে ছিল, আমার পেশাগত সাফল্যে যেমন অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি আমার গান গুলোকে শ্রোতাদেরকাছে পৌঁছে দিয়েছে। তাই অন্তর থেকে কৃতজ্ঞতা এসবিএস বাংলাকে। শ্রোতাদের প্রতি একটি অনুরোধ "বাংলা গান শুনবেন আর ছড়িয়ে দেবেন সবার মাঝে।"

তারান্নুম আফরিন, প্রবাসের ব্যস্ততার মাঝেও আপনি সংগীত চর্চা ও প্রযোজনা অব্যাহত রেখেছেন, আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকেও আর এসবিএস বাংলাকে!

'থমকে আছি' মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শিনরা লি, এবং এতে মডেল হিসেবে আছেন সালমান আরিফ ও সেজুতি ইসলাম। তারান্নুম আফরিনের গাওয়া এই গানটির রচয়িতা রনক ইকরাম এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শান শাইক। অগ্নিবীণা নিবেদিত এই মিউজিক ভিডিওটি দেখা যাবে ইউটিউবের জি-সিরিজ মিউজিক চ্যানেলে।  



তারান্নুম আফরিনের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আমাদের  ভিজিট করুন।

আরও দেখুনঃ 




Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand