ফেডারাল সরকার অস্ট্রেলিয়ার সাইবার সুরক্ষা কৌশল আরো উন্নত করবে

Cyber security

Cyber security-Madartzgrphics Source: Pixabay

ফেডারাল সরকার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে সাইবার সুরক্ষা কৌশল উন্নত করবে। ফেডারেল পুলিশকে এই প্রথমবারের জন্য দেশীয় কম্পিউটার নেটওয়ার্কগুলিতে প্রবেশ করার ক্ষমতা দেওয়া হবে ক্রমবর্ধমান সাইবার আক্রমণ থেকে জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি অবকাঠামো রক্ষা করতে। উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


গত কয়েকমাস ধরে সাইবার হামলার পরিমাণ বেড়েছে।জুনে অস্ট্রেলিয়ান নয়টি ব্রুয়ারিজ অফ লাইন করা হয়েছিল।
নিউ সাউথ ওয়েলসের পোর্ট কেম্বলা স্টিল ওয়ার্কস চুল্লিটি মে মাসে বন্ধ হয়ে গিয়েছিল। এবং মার্চ এবং এপ্রিল মাসে লজিস্টিক জায়ান্ট টোলের উপর দুটি মুক্তিপণ হামলা হয়েছিল।প্রাক্তন জাতীয় সাইবার সিকিউরিটি উপদেষ্টা অলিস্টার ম্যাকগিবন বলেছেন, সাইবার অপরাধীরা মহামারীর সুযোগ নিচ্ছেন।

তবে অস্ট্রেলিয়ান সার্ভারগুলির জন্য হুমকি - এবং তারা যে ডেটা সঞ্চয় করে - সেটি মহামারীর আগে থেকে হচ্ছে। টয়োটার অস্ট্রেলিয়ান সদর দফতরে আক্রমণ করা হয়েছিল ২০১৯ সালে।এবং প্রতিরক্ষা জাহাজ নির্মাতা অস্টাল ২০১৮ সালে আক্রমণের সম্মুখীন হয়েছি
আস্টালের সিইও ডেভিড সিঙ্গলটন বলেন আমরা দু বছর আগেই সাইবার আক্রমণের শিকার হয়েছিলাম।

স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী, পিটার ডটন ঘোষণা করেছেন যে ফেডারেল পুলিশ এবং অস্ট্রেলিয়ান ক্রিমিনাল ইন্টেলিজেন্স কমিশন কে ঘরোয়া কম্পিউটার নেটওয়ার্কগুলিতে প্রবেশের ক্ষমতা দেওয়া হবে কোনও ওয়ারেন্ট ছাড়াই।মিঃ ডটন বলেন যে নতুন ক্ষমতা কেবল অপরাধীদেরই চিন্তিত করবে।

২০২০ সালের সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিকে ভবিষ্যতের "সাইবার সিকিউরিটি বেসলাইন" বলে অভিহিত করা হচ্ছে। যার ফলে সংস্থাগুলি এবং পরিচালকরা আইনগতভাবে দায়বদ্ধ হতে পারে। আলিস্টার ম্যাকগিবন বলেন যে এটির এখনই সময়।

প্রধানমন্ত্রী বলেন, কৌশলটি বিশ্ববিদ্যালয়, critical infrastructure এমনকি ফেডারেল সংসদকেও রক্ষা করবে।
তবে মিঃ মরিসন কোন অত্যাধুনিক রাষ্ট্র-ভিত্তিক আক্রমণ এটি তার নাম উল্লেখ করেননি ।

বিশেজ্ঞরা বলছেন স্বাস্থ্য ও অর্থনৈতিক সঙ্কট যত গভীর হবে এই আক্রমনের হুমকি বাড়ার ততই সম্ভাবনা থেকে যাবে ।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand