রমজান যেভাবে অস্ট্রেলিয়ার মূলধারায় দৃশ্যমান হয়ে উঠছে

Soaliha and Lina - My Ramadan - Episode 2.jpg

Soaliha Iqbal and Lina Ali discuss how Ramadan intersects with belonging and identity for Gen Z.

বিরতিহীন উপবাস থেকে শুরু করে সিডনির আইকনিক লাকেম্বা মার্কেট - যেখানে রমজান মূলধারায় দৃশ্যমান হয়ে উঠেছে এবং সেইসাথে এই পবিত্র মাসটিকে ঘিরে পুরো এলাকাটি জমজমাট হয়ে উঠেছে যা কিছুদিন আগেও ছিল না। পশ্চিমের জেনারেশন জেড মুসলিমরা কীভাবে কথিত ইসলামভীতি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে? - সাংবাদিক এবং পডকাস্টার সোলিহা ইকবাল এবং লেখক লিনা আলী উপস্থাপিকা সারা মালিকের সাথে রমজানের 'হিপস্টারফিকেশন' নিয়ে আলোচনা করেছেন।


সাংবাদিক এবং পডকাস্টার সোলিহা ইকবাল সিডনির লাকেম্বায় বড় হয়েছেন। এখানে তিনি রমজান নাইট মার্কেটের বাড়ন্ত 'হিপস্টারফিকেশন' কিংবা এই ধারায় জমে ওঠা দেখে প্রথমে খুশি হলেও পরে কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন।

গত বছর তিনি লক্ষ্য করেছিলেন এখানে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তিনি দেখেছেন শহরের নানা জায়গা থেকে আসা ক্রেতাদের খাবার কিনতে দোকানগুলোতে উপচেপড়া ভিড়। এটি নতুন 'উৎসবের আবহ' তৈরী করেছিল যা তাকে সিডনির জমজমাট মধ্য-পশ্চিম এলাকাগুলোর কথা আরও বেশি মনে করিয়ে দেয়।

সেখানে এক মাতাল মহিলা তাকে বলেছিল, 'তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও'।
(লাকেম্বা মার্কেটটি) আসলেই মুসলমানদের জন্য একটি কমিউনিটির অনুভূতি দেয়, এবং আপনাকে সেখানে স্বাগত জানায়। কিন্তু তারপরে যখন এটি মুসলমানদের জন্য অনিরাপদ করে তোলা হয়, আমি মনে করি এটা বিরাট ভুল।
সোলিহা ইকবাল
সোলিহা তার অ্যাংলো-অস্ট্রেলিয়ান বাগদত্তা মিচ এবং তার পরিবারের সাথে সচেতনভাবে রমজানের মূল্যবোধ নিয়ে জানানোর বিষয়েও কথা বলেছেন।

"প্রাপ্তবয়স্ককালে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে এবং ভাবতে হবে, "আমি কি অভ্যাসের বাইরে এটি করছি? নাকি আমি চাই বলেই এটা করছি?"

বাড়ি থেকে ভিন্ন হয়ে গিয়ে রমজানের প্রতি তার প্রতিশ্রুতি আরো জোরদার হয়েছে। তবে এটি তিনি যে বড় পারিবারিক সমাবেশ দেখে অভ্যস্ত ছিলেন তা থেকে বেশ আলাদা।

"আমি সকালে নিজের জন্য ওয়েটবিক্স তৈরি করছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম, 'আমি এটা কী খাচ্ছি! আমার পরোটা কোথায়?'"

লেখিকা লিনা আলী যিনি স্বাস্থ্যগত কারণে রোজা রাখেন না, তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে রমজানের সময় তার নিজেকে মানিয়ে নেয়া। তিনি ইফতারের আয়োজন করে এটি উদযাপন করেন।
আমি এসময় নিজেকে বিচ্ছিন্ন ভাবি, কারণ আমি আর রোজা রাখতে পারি না, সবাই প্রায়ই ধরে নেয় যে আমার কাছে রমজান তেমন কোন অর্থ বহন করে না।
লিনা আলী
LISTEN TO
The hipsterfication of Ramadan  image

The hipsterfication of Ramadan

SBS Audio

28/03/202330:16

'মাই রামাদান' একটি পাঁচ-পর্বের পডকাস্ট, এতে আধুনিক বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় আমরা কীভাবে রমজান এবং ঈদ উদযাপন করি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

'মাই রামাদান' ফলো করুন , এসবিএস অডিও অ্যাপ, , বা আপনার পছন্দের পডকাস্ট অ্যাপে।

এসবিএস নেটওয়ার্ক জুড়ে রমজান ও ঈদ উদযাপন করুন, আরো জানতে দেখুন।

ক্রেডিট
উপস্থাপিকা: সারা মালিক
নির্বাহী প্রযোজক: সারা মালিক এবং ক্যারোলিন গেটস
অডিও ইঞ্জিনিয়ার: জেরেমি উইলমট

পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন ।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand