রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ফিলিপ লো জবকিপার স্কিমটি আরো কিছু সময় চালু রাখার সুপারিশ করেন

Governor of the Reserve Bank of Australia (RBA) Phillip Lowe speaks to the media during a press conference in Sydney, Tuesday, April 21, 2020. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

Governor of the Reserve Bank of Australia (RBA) Phillip Lowe. Source: AAP

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, ফিলিপ লো, বলেন যে জবকিপার স্কিমটি সেপ্টেম্বরের এর পরিকল্পিত শেষের তারিখের বাইরেও চালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে।মিঃ লো-এর মূল্যায়নটি অস্ট্রেলিয়ার COVID-19 মহামারীর পরিচালনা সম্পর্কে অস্ট্রেলিয়ার পরিচালনা সংক্রান্ত সিনেট কমিটির সামনে তাঁর উপস্থিতিতে তুলে ধরা হয়।উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


রিজার্ভ ব্যাংকের গভর্নর ফিলিপ লো সিনেট কমিটিকে বলেছেন, JobKeeper wage subsidy program টি বাড়ানোর প্রয়োজন হতে পারে।
মিঃ লো বলেন সেপ্টেম্বরের শেষে অর্থনীতি কেমন হবে তা এখনই নির্ধারণ করাটা খুব তাড়াতাড়ি হবে। তিনি উদ্দীপনা ব্যবস্থা খুব দ্রুত প্রত্যাহার না করার গুরুত্বের উপর জোর দিয়েছেন ।

লেবর পার্টির কর্মসংস্থানের মুখপাত্র ব্রেন্ডন ও'কনর বলেছেন, মিঃ লো-র সতর্কতার উপর সরকারের গুরুত্ব দেয়া উচিত এবং JobKeeper wage subsidy program আরও বাড়ানো উচিত।


Federal Health Minister গ্রেগ হান্ট বলেন যে এই স্কিমটি আগামী মাসে পর্যালোচনা করা হবে। তবে সরকারের পূর্ববর্তী বার্তাগুলির পুনরাবৃত্তি করে তিনি বলেন যে এই ব্যবস্থাগুলি অস্থায়ী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

যদিও COVID-19 এর সংক্রমণের সংখ্যা বিপরীত দিকে চলছে।তা সত্বেও আগামী মাসগুলিতে বেকারত্ব বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার সামগ্রিক COVID-19 এর সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল এ পর্যন্ত মারা গেছে ১০৩ জন।সর্বশেষতম মৃত্যুটি ছিল কুইন্সল্যান্ডের ব্ল্যাকওয়াটার শহরে যেখানে ৩০ বছর বয়সী এক ব্যক্তি বেশ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন।তাঁর কখনই কভিড -১৯ পরীক্ষা করা হয়নি তবে ময়না তদন্তে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

পাঁচ হাজারেরও কম জনসংখ্যার শহর ব্ল্যাক ওয়াটারে কুইন্সল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ লোকদের পরীক্ষা করতে ব্যস্ত।রাজ্যের চিফ মেডিকেল অফিসার, ডক্টর জ্যানেট ইয়ং বলেছেন, তিনি ব্ল্যাকওয়াটারে যতজন সম্ভব ততো জনের পরীক্ষা করতে চান।.ডাক্তার ইয়ং বলেন যে তিনি রাজ্য জুড়ে আরো পরীক্ষা বাড়ানো আহ্বান জানাচ্ছেন।

নিউ সাউথ ওয়েলস হোটেল কোয়ারান্টিনে থাকা একজন বিদেশী ভ্রমণকারীর সংক্রমণ সম্পর্কিত মাত্র একটি নতুন সংক্রমনের রেকর্ড করা হয়েছে।এই রাজ্য প্রতিদিন আট হাজার পরীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে এবং যারা পরীক্ষার জন্য এগিয়ে আসছেন তাদেরকে প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান ধন্যবাদ জানিয়েছেন।

ভিক্টোরিয়ার বৃহত্তম পরিচিত ক্লাস্টারের কেন্দ্রে থাকা একটি মাংসশিল্পকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।সিডার মিটসের ৩০০ জন কর্মচারীকে কাজে ফিরতে স্বাস্থ্য কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দিয়েছেন ।কসাইখানার প্রতিবেশী একটি ব্যবসায়িক পার্কের প্রায় দুই ডজন অফিস এখনও চালু আছে।.ওই পার্কের কয়েকজন কর্মী এসবিএস নিউজকে বলেন, অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা এবং চিফ হেলথ অফিসার ব্রেট সুতনের আশ্বাসের পরেও তারা উদ্বেগ বোধ করছেন।

ভ্রমণের ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা অ্যান্টনি আলবানিজ বলেন যে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ কিছু সীমান্ত বন্ধ থাকলেও নিউজিল্যান্ডে যাওয়ার সম্ভাব্য বিমানগুলি আবারও চালু হতে পারে।নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তথাকথিত travel bubble তৈরির বিষয়ে আলোচনা করছে যা তাসমানজুড়ে বিমানগুলি আবারও চালু করার অনুমতি দেবে।

২৮ মে পর্যন্ত টানা ষষ্ঠ দিনেও নিউজিল্যান্ডে নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।এটিতে মাত্র আটটি সক্রিয় সংক্রমণ রয়েছে তবে কেউই হাসপাতালে ভর্তি হয়নি।মিঃ আলবানিজ বলেন বিমান পুনরায় চালু করা উভয় জাতির পক্ষে ইতিবাচক হবে।

মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয় কলেজের বাসিন্দাদের সামাজিক দূরত্বের ব্যবস্থা ভঙ্গ করার জন্য উচ্ছেদ করা হয়েছে।২৫ শে মে সোমবার রাতে একটি পার্টি অনুষ্ঠিত হওয়ার পরে ট্রিনিটি কলেজের ২৪ জন শিক্ষার্থীকে চলে যেতে বলা হয়েছে।আগস্টে দ্বিতীয় সেমিস্টার শুরু হলে শিক্ষার্থীদের ফিরে আসতে দেওয়া হবে।

sbs.com.au/coronavirus এ আপনার ভাষায় করোনাভাইরাস আপডেট জানতে পারেন

 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand