"দেশভাগের সময়ে যারা দেশ ছেড়ে যায়নি তাদের নিয়েই মূলত 'দেশান্তর' সিনেমার গল্প"

Deshantor cover.png

Moushumi and Tapur have played important roles in the movie 'Deshantar'. Credit: Ashutosh Sujan

চলচ্চিত্র নির্মাতা আশুতোষ সুজন তার সিনেমা ‘দেশান্তর’ নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে এবং সরকারি অনুদান নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। আশুতোষ সুজন কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে লেখা নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে 'দেশান্তর' সিনেমার নির্মাণ করেছেন আশুতোষ সুজন।

"জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরীয়সী" - এই মন্ত্রে দীক্ষিত হয়েই সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানান মি. সুজন।

ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনিতেও ছবিটির দুটি প্রদর্শন হয়েছে এবং মেলবোর্নসহ অন্যান্য শহরে ছবিটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মি. সুজন।
deshantor ashutosh.png
Actors Ahmed Rubel and Moushumi are seen with 'Deshantor' Director Ashutosh Sujan (R). Credit: Ashutosh Sujan
ছবিটি সম্পর্কে মি. সুজন এসবিএস বাংলাকে বলেন, দেশভাগের সময় অনেকেই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। তাদের দেশত্যাগের বেদনার কথা আমরা জানি, এবং এগুলো নিয়ে অনেক ছবিও তৈরী হয়েছে।

"কিন্তু এই ছবিটিতে ফোকাস করা হয়েছে যারা বাংলাদেশ ছেড়ে চলে যায় নি তাদেরকে নিয়ে।"

এই সিনেমা নির্মাণের আগে আশুতোষ সুজন বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। তিনি একজন পেশাদার বিজ্ঞাপন নির্মাতাও। এখানে উল্লেখ্য যে, ২০১৭ সালে তার নির্মিত একটি কোম্পানির চুলের তেলের বিজ্ঞাপন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি, ইয়াহু সহ সারা বিশ্বের গণমাধ্যমে এটি নিয়ে সংবাদ প্রচার হয়েছিল।

বিজ্ঞাপনটি মি. সুজনকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিলো এবং এরই ফলশ্রুতিতে তিনি 'দেশান্তর' সিনেমাটি নির্মাণের উৎসাহ পান বলে জানান তিনি।
deshantor poster.png
The film has two screenings in Sydney, Australia and the process of releasing in other cities including Melbourne is underway. Credit: Ashutush Sujan
'দেশান্তর' সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন মৌসুমী, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, মামুনুর রশিদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক এবং টাপুর।

নির্মাতার সাথে যৌথভাবে চিত্রনাট্য তৈরী করেছেন ডালিম কুমার ও নুরুল আলম আতিক এবং চিত্রগ্রাহক ছিলেন নেহাল কোরাইশী ।

আশুতোষ সুজনের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand