ফিরেও চিন্তা বন্ধুদের জন্যে, তার মধ্যেও বিতর্ক

 Indian Government has launched an evacuation program 'Operation Ganga' to bring back all the Indian students and citizens who are stranded in Ukraine and at adjoining border areas amid crisis in Ukraine.

Indian students evacuated from Ukraine are received by their relatives amid the crisis, at Indira Gandhi International airport in New Delhi India, 01 March 2022 Source: AAP Image/EPA/RAJAT GUPTA

মাত্র কয়েক সেকেন্ডের জন্য সামান্য ফাঁক করা হচ্ছে লোহার ছোট গেট। সেই সুযোগে যত জন সম্ভব পেরিয়ে যেতে হবে ইউক্রেন-রোমানিয়া সীমান্ত। এক বার না পারলে, আবার অপেক্ষা কিছু ক্ষণের। মন শক্ত করে শরীরকে টেনে ভিড়ে ঠাসা সীমান্তের ওই গেটের দিকে এগিয়ে ছিলেন টার্নোপিল ন্যাশনাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া অন্বেষা দাস।


দিনটা ছিল ২৬ ফেব্রুয়ারি। সীমান্ত পেরোনোর ভিড় নিয়ন্ত্রণ করতে মাঝেমধ্যেই শূন্যে গুলি ছুড়ছিল ইউক্রেন সৈন্য। এতে বিচলিত হননি ক্যারাটেতে ব্ল্যাক-বেল্ট পাওয়া বেলুড়ের অন্বেষা। সোমবার রাতে, ২৮ ফেব্রুয়ারি কলকাতা লাগোয়া বেলুড়ের বাড়িতে ফিরেছেন ডাক্তারির দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্বেষা। যুদ্ধের আঁচ পেয়ে ৮ মার্চ উড়ানে দেশে ফেরার টিকিট কেটে ফেলেছিলেন অন্বেষা। কিন্তু ২৪ ফেব্রুয়ারি ভোরে প্রথম বিস্ফোরণ।

অন্যদিকে, দেশে ফিরেও ইউক্রেনে এখনো আটকে থাকা বন্ধুদের চিন্তায় পশ্চিম কলকাতার বেহালার পর্ণশ্রীর সুরজিৎ বসু। ঘন ঘন ভিডিও কল বা সোশ্যাল মিডিয়া বা অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেই চলেছেন আর আশায় বুক বাঁধছেন, তার মতো বন্ধুরাও নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন।
আর আসানসোলের অন্ডাল বিমানবন্দরে মেয়ে পর্ণশ্রীকে রিসিভ করতে গিয়ে চোখের জল আটকাতে পারেন নি ,তার বাড়ির লোকজনেরা। চারদিক থেকে যা শুনেছেন, তাতে মেয়ে কীভাবে দেশে ফিরবেন ভেবেই তার আগে কয়েকটি  বিনিদ্র রাত্রি কাটিয়েছেন তাঁরা।

আর এর মধ্যে, কিভে আরও কোনও ভারতীয় আটকে নেই। তাদের দেশে ফিরিয়ে আনতে আগামী তিন দিনে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে যাবে ২৬ টি বিমান। এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিভ-সহ একাধিক জায়গায় আটকে ছিলেন কয়েক হাজার ভারতীয়। তারমধ্যে মঙ্গলবার দু’দেশের যুদ্ধে মৃত্যু হয়েছেন এক ভারতীয় ডাক্তারি পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগউধরের। বিভিন্ন বাঙ্কারে আশ্রয় নেওয়া পড়ুয়ারা দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীঙ্গলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ভারতীয়ের উদ্ধারে সর্বত চেষ্টা চালানো হচ্ছে। রোমানিয়ার বুখারেস্ট, হাঙ্গেরির বুদাপেস্ট, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলি দিয়ে এই উদ্ধারকাজ চলবে।
অন্যদিকে, বিদেশে পড়তে যাওয়া ৯০ শতাংশ পড়ুয়ায়ই ভারতে ডাক্তারি পরীক্ষায় ফেল করেন, এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়ারা কোনও সাহায্য না পেয়ে ক্ষোভ প্রকাশের পরই কয়েকদিন ধরে তাদের ফেসবুক-টুইটারে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল। এবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া পড়ুয়াদের তীব্র কটাক্ষ করেছেন। বলেছেন, যারা বিদেশে পড়তে যান, তাদের ৯০ শতাংশ দেশে ডাক্তারি করার যোগ্যতা নির্ধারক পরীক্ষায় ফেল করেন।

মঙ্গলবার ইউক্রেনে কর্নাটক থেকে ডাক্তারি পড়তে যাওয়া ২১ বছরের ছাত্র নবীন শেখরাপ্পা নিহত হয়েছেন। তারপরেও প্রহ্লাদ জোশীর এই মন্তব্যে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রায় ২০ হাজার পড়ুয়াকে তাদের নিজেদের দায়িত্বে ছেড়ে দিয়েছে। দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে এখন ইউক্রেনে যাওয়া পড়ুয়াদের উপরে রাগ দেখাচ্ছেন। এটা লজ্জাজনক। এই অসংবেদনশীলতা ক্ষমতার অহঙ্কারের পরিচয়। প্রহ্লাদ জোশীর উচিত পড়ুয়া ও তাদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand