"তৃণমূল কংগ্রেসের জয় মানে সেক্যুলার ইন্ডিয়ার জয়": অর্ণব রয়

A Trinamul Congress supporter wearing a mask makes a victory sign to celebrate TMC's victory in the West Bengal Election, 2 May, 2021.

A Trinamul Congress supporter wearing a mask makes a victory sign to celebrate TMC's victory in the West Bengal Election, 2 May, 2021. Source: AAP

সদ্য অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিভিন্ন কারণে এবার বেশ সাড়া জাগিয়েছে। এর ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেস আবারো তৃতীয়বারের মত ক্ষমতায় যাচ্ছে। এই জয় কি অর্থ বহন করে ভারতীয়দের কাছে?


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলকে কিভাবে দেখছেন অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় বাঙালি কমিউনিটি।

এ বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটির আইন শিক্ষার্থী অর্ণব ঘোষ রয়।

মিঃ অর্ণব ঘোষ রয় মনে করেন, তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে আছে আছে তার সামাজিক খাতে কল্যানমুলক প্রকল্পগুলো।

তিনি বলেন, মমতা ব্যানার্জী সরকারের 'দুয়ারে সরকার' বা 'দিদিকে বলো' এই প্রকল্পগুলোর মাধ্যমে সরাসরি মমতা ব্যানার্জীর সাথে যোগাযোগ করা যায়, সমস্যার কথা বলা যায়-জনগণের সমস্যা বোঝা এবং তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি সফল হয়েছে।
তবে একই সাথে বিজেপির ভোটের অংকের উন্নতির বিষয়টিও স্বীকার করেন মিঃ রয়।

তিনি বলেন, বিজেপি যথেষ্ট 'গ্রাউন্ড ওয়ার্ক' করেছে, কিন্তু হয়তো তাদের ইলেকশন স্ট্র্যাটেজিতে ভুল ছিল, তারা বুঝতে পারেনি ভোটাররা কি চায়।

"তবে এর আগের বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছিলো, এবার পেয়েছে ৭৭টি-এটি একটি বিরাট উন্নতি।"
Arnab Ghosh Roy
Arnab Ghosh Roy Source: Arnab Ghosh Roy
মিঃ রয় সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, "অনেক সময় বিরোধী দল সরকারি দলের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই হিসেবে আমি মনে করব বিজেপি সেই ভূমিকা ভালোভাবেই পালন করতে পারবে।"

তবে বিজেপির প্রত্যাশিত ফল না আসার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন তিনি।

"বিজেপিতে নেতৃত্বে কোন বাঙালী মুখ ছিল না, কোন আঞ্চলিক মুখ ছিল না। বিষয়টা হয়ে গেছে অনেকটা মোদী বনাম মমতা, এটাই তাদের একটি বড় ভুল ছিল বলে আমি মনে করি," বলছিলেন মিঃ রয়।
তবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা যে ধরণের রাজনীতি করে আসছে, সে ধরণের রাজনীতি পশ্চিমবংলায় 'অচল' বলে মনে করেন মিঃ রয়।

তিনি বলেন, "পশ্চিমবাংলার মানুষ চিন্তা-ভাবনায় অনেক এগিয়ে আছে, সেখানে ধর্মভিত্তিক বা কোন বিভাজনের রাজনীতি চলবে না।"

মিঃ অর্ণব ঘোষ রয়ের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটি ক্লিক করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুন:



 

 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand