SBS Examines: অস্ট্রেলিয়ায় যৌন শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু সামঞ্জস্যের অভাব এবং বিতর্ক আছে

Busy school yard, pavement or footpath. Legs in motion

From pre-school to year 12, sexual education is part of the school curriculum in Australia. Source: Getty / Lincoln Beddoe

অস্ট্রেলিয়ায় যৌন শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি নিয়ে সামঞ্জস্যের অভাব যেমন আছে এবং তেমনি বিতর্কও আছে। যৌন শিক্ষার বিষয়টি কী সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত? বাবা-মায়েরা এটি নিয়ে কেনই বা এত উদ্বিগ্ন?


SBS Examines-এর এই প্রতিবেদনটিতে যৌন শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার ফ্যামিলি প্ল্যানিং হেলথ প্রমোশন ম্যানেজার ইইলিন চ্যাং বলেন, "যৌন শিক্ষা শুধুমাত্র যৌনতা এবং যৌন রোগের সংক্রমণ (STI) এবং গর্ভনিরোধক ব্যবহারের বিষয়ই শুধু নয়, এটি (যৌনতার) সম্মতি এবং সচেতনভাবে ইচ্ছা পোষণের বিষয়।"

প্রাথমিক থেকে দ্বাদশ বছর পর্যন্ত যৌন শিক্ষা অস্ট্রেলিয়ার স্কুল পাঠ্যক্রমের অংশ।

কিন্তু বাচ্চাদের শেখার জন্য কী উপযুক্ত তা নিয়ে প্রায়ই বিতর্ক হয়।

মিজ চ্যাং বিভিন্ন সাংস্কৃতিক বা ধর্মীয় পটভূমির গোষ্ঠীর সাথে তাদের প্রয়োজনের জন্য উপযুক্ত প্রমাণ-ভিত্তিক প্রজনন এবং যৌন স্বাস্থ্য তথ্য প্রদানের জন্য কাজ করেন।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন, কালচার অ্যান্ড সোসাইটির সহযোগী অধ্যাপক ফিদা সানজাকদার বলেন অস্ট্রেলিয়ায় যৌন শিক্ষা একটি বিতর্কিত বিষয়।

তিনি বলেন, অনেক স্কুলে এক্ষেত্রে 'যৌন-ইতিবাচক' পন্থা নেওয়া হয়, যার সমর্থনে প্রমাণ আছে যে তরুণরা যৌনতা বিষয়ে সক্রিয় এবং এ নিয়ে আনন্দ এবং আকাঙ্ক্ষার মতো বিষয়গুলি সম্পর্কে জানতে চায়।

অস্ট্রেলিয়ার জাতীয় পাঠ্যক্রমে বর্তমানে 'বিস্তৃত যৌনতা শিক্ষার' কিছু উপাদান অন্তর্ভুক্ত আছে যা জাতিসংঘ দ্বারা সুপারিশ করা হয়েছে, যদিও সেগুলি অস্পষ্ট এবং আরো ব্যাখ্যার জন্য উন্মুক্ত।

সহযোগী অধ্যাপক সানজাকদার বলেন, অস্ট্রেলিয়ায় ব্যাপক যৌন শিক্ষা অর্জনের জন্য পাঠ্যক্রমের প্রত্যেককে অন্তর্ভুক্ত করতে হবে - যার মধ্যে সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বৈচিত্র্যময় প্রেক্ষাপটের মানুষেরাও থাকবে।

বড় হওয়ার সময় আপনার যৌন শিক্ষা কেমন ছিল?

আমি বাজি ধরতে পারি যে আপনার পাশে বসা ব্যক্তির তুলনায় আপনার উত্তরটি হবে ভিন্ন।

এমনকি যারা অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন, যৌন শিক্ষা নিয়ে তাদের অভিজ্ঞতাও ভিন্ন হয়।

এডিথ কাওয়ান ইউনিভার্সিটির স্কুল অফ এডুকেশনের সিনিয়র লেকচারার ডঃ ডেভিড রোডস বলেন যে অস্ট্রেলিয়া জুড়ে যৌন শিক্ষা অসঙ্গতিপূর্ণ।

আপনার যৌন শিক্ষা নির্ভর করে আপনি সরকারী বা বেসরকারী, কোন ধর্মীয় বা অ-ধর্মীয় স্কুলে পড়ছেন কিনা, এমনকি আপনার শিক্ষক কারা ছিলেন তার উপরও। যেমন হতে পারে একজন স্কুল শিক্ষক, একজন সম্প্রদায়ের নেতা বা একজন অভিভাবক।

এবং এখানেই সমস্যা থেকে যাচ্ছে।

ড. রোডস বলেন যে তরুণরা তাদের শরীরে কী ঘটছে সে সম্পর্কে তথ্যের জন্য মরিয়া। এবং যদি এসব বিষয় তাদের স্কুলগুলিতে শেখানো না হয় তবে তারা অন্য কোথাও শিখতে যাচ্ছে।

এর ফলে বাচ্চাদের ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং তারা যে তথ্য গ্রহণ করছে তার ভুল ব্যাখ্যা করছে।

ফ্যামিলি প্ল্যানিং অ্যালায়েন্স অস্ট্রেলিয়ার মতে, যৌনতা বিষয়ে ভুল তথ্য তরুণদের যৌন নির্যাতন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, অপরিকল্পিত গর্ভধারণের হার এবং যৌন সংক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।

এছাড়াও এটি যৌনতার ক্ষেত্রে প্রতারণার হার বৃদ্ধি, শরীর সম্পর্কে অপজ্ঞানজনিত বাধা এবং লিঙ্গভিত্তিক ছকে বাধা ধারণা শক্তিশালী করতে পারে এবং এই তালিকা এখানেই শেষ নয়।

SBS Examines-এর এই প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন ।

আরও জানতে দেখুন sbs.com.au/sbsexamines

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।

ভিজিট করুন আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand