অস্ট্রেলিয়ায় জুরি ডিউটির জন্য ডাকা হলে আপনার করণীয় এবং বিচারকার্যে জুরির ভূমিকা

A lawyer and jury

Lawyer and jury Credit: Image Source/Getty Images

প্রত্যেক অস্ট্রেলিয়ান নাগরিক, যিনি নির্বাচনী তালিকায় আছেন, তাকে জুরি পরিষেবার জন্য ডাকা হতে পারে। যদি আপনাকে জুরি হিসেবে ডাকা হয়, তাহলে এতে আপনার করণীয় কী? এবং বিচারক হিসেবে আপনার ভূমিকা কী? অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড-এর এই পর্বে আমরা জানব এই বিষয়গুলো সম্পর্কে।


Key Points
  • একটি জুরি সাধারণত ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়
  • অস্ট্রেলিয়ায় কেবল নির্দিষ্ট কিছু বিচারকার্যে জুরি ব্যবহার করা হয়
  • কিছু পরিস্থিতিতে একজন প্রার্থীকে ছাড় দেওয়া যেতে পারে
অস্ট্রেলিয়ার আইন ব্যবস্থায় জুরি বা বিচারকমণ্ডলী একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবে বিচারকার্যে অংশ নেওয়া একটি নাগরিক দায়িত্ব, এবং জুরি হিসেবে ডাকা হলে সেখানে না গেলে জরিমানাও হতে পারে। জুরি পরিষেবা সাধারণ মানুষকে বিচার ব্যবস্থায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ করে দেয়।
মোনাশ ইউনিভার্সিটির আইন অনুষদের সহযোগী অধ্যাপক জ্যাকুই হোরান ব্যাখ্যা করেছেন,
অস্ট্রেলিয়ায় কেবল নির্দিষ্ট কিছু বিচারকার্যে জুরি ব্যবহার করা হয়।
চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল অ্যান্ড জাস্টিসের পরিচালক মার্ক নোলান বলেন, প্রার্থীদের নামগুলি অস্ট্রেলিয়ার ভোটার তালিকা থেকে র‌্যান্ডমলি বা দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করা হয়।

একটি জুরি সাধারণত ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়, তবে কখনো কখনো এর চেয়ে কমও হতে পারে। ড. হোরান ব্যাখ্যা করেন যে, গুরুতর ফৌজদারি মামলায় জুরির সংখ্যা সবসময় একই থাকে না।
Jury Summons
Jury duty summons Source: Getty / P_Wei/Getty Images
ড. বার্ক বর্ণনা করে বলেছেন, কিছু পরিস্থিতিতে একজন প্রার্থীকে ছাড় দেওয়া যেতে পারে, যেমন ছোট বাচ্চাদের একক পিতামাতা, বা যদি কেউ একটি ছোট ব্যবসা চালায় এবং তাদের অনুপস্থিতি ব্যবসার উপর প্রভাব পড়ে ।

একইভাবে, যদি কারও শুনতে সমস্যা হয়, যদি তাদের গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে, যদি তারা বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার দায়িত্বে থাকেন এবং তারা তাদের ছেড়ে যেতে না পারেন তবে তাদের ছাড় দেওয়া যেতে পারে।
Law Courts in Australia
Law Courts in Australia Source: Getty / Frogman1484/Getty Images

ড. বার্ক বলেছেন যে যদি কোনও জুরি মনে করেন যে তারা বিচারের পুরো সময় থাকতে পারবেন না, তবে তাদের বিচারকাজ শুরু হওয়ার আগে এটি জানানো উচিত।

ড. বার্ক জানান, একবার বিচার শুরু হয়ে গেলে, জুরিকে অবশ্যই সমস্ত প্রমাণ শুনতে হবে

ড. হোরান বলেন, যখন জুরিদের প্যানেলভুক্ত করা হয়, তখন তাদের সাধারণত মামলা সম্পর্কে কারও সাথে কথা না বলতে বা অনলাইনে তথ্য অনুসন্ধান না করার নির্দেশ দেওয়া হয়।
The Jury SBS.jpg
The Jury: Death on the Staircase on SBS and SBS On Demand Source: SBS / SBS
সাধারণত বিচারকার্য ৭ থেকে ১২ দিন পর্যন্ত চলে, তবে কিছু জটিল মামলা – যেমন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে করা মামলা – কয়েক মাস বা এমনকি এক বছরেরও বেশি সময় ধরে চলতে পারে। যদি কোনো বিচারককে দীর্ঘ মেয়াদের মামলায় নিযুক্ত করা হয়, তবে তাদের আগে থেকেই তাদের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

ড. হোরান বলেছেন যে জুরিকে অবশ্যই একটি সর্বসম্মত রায়ে পৌঁছাতে হবে, বা কিছু ক্ষেত্রে ১১-১ ভোটে রায়ও গ্রহণযোগ্য।
একজন জুরি সদস্য জুরি ডিউটির জন্য প্রতিটি দিন বেতন পান; বলেছেন ড. হোরান।

ড. হোরান বলেন,
যদিও বেশিরভাগ মানুষ শুরুতে জুরিতে অংশ নেওয়ার জন্য উদ্বিগ্ন থাকেন, তবে যারা এটি একবার করেছেন তারা সাধারণত এই অভিজ্ঞতাকে মূল্যবান মনে করেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং পরামর্শের জন্য 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চাইলে  -তে আমাদের একটি ইমেল পাঠান।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand