প্রটেকশন অর্ডার কী এবং এটি কীভাবে কাজ করে?

Completely hopeless

What is a protection order and can it help. Source: Getty

ঘরোয়া বা পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিরা অধিকতর নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ রকম একটি ব্যবস্থা হলো ইন্টারভেনশন অর্ডার্স। কিন্তু, এটি আসলে কী? আপনি কীভাবে এর ব্যবস্থা করবেন? এটি কি সত্যিই ফলপ্রসূ?


কুইন্সল্যান্ড, এসিটি এবং নর্দার্ন টেরিটোরিতে এটিকে বলা হয় ডমেস্টিক ভায়োলেন্স অর্ডার্স। আর, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়ায় এটাকে বলা হয় ইন্টারভেনশন অর্ডার্স। নিউ সাউথ ওয়েলসে বলা হয় অ্যাপ্রিহেন্ডেড ডমেস্টিক ভায়োলেন্স অর্ডার্স। টাসম্যানিয়ায় বলা হয় ফ্যামিলি ভায়োলেন্স অর্ডার্স এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বলা হয় ফ্যামিলি ভায়োলেন্স রিস্ট্রেইনিং অর্ডার্স।

নামের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও এগুলোর সবগুলোরই মূলত একটি মৌলিক উদ্দেশ্য রয়েছে। আর, তা হচ্ছে, পারিবারিক বা ঘরোয়া সহিংসতার শিকার ব্যক্তিদেরকে অধিকতর সহিংসতা, নিপীড়ন, ভীতি কিংবা হয়রানি ও উৎপীড়ন থেকে সুরক্ষা দেওয়া।

উইমেনস লিগ্যাল সার্ভিস কুইন্সল্যান্ডের সলিসিটর নাটাশা মাহগ্রো বলেন, ভায়োলেন্স অর্ডারের প্রয়োজন রয়েছে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করে।

বিভিন্ন স্টেট ও টেরিটোরিতে এর নামের ভিন্নতার মতোই এর মাধ্যমে সুরক্ষা পাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি কোন স্টেট কিংবা টেরিটোরিতে বাস করছেন তার ওপর নির্ভর করে এটি।

ল কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জ্যাকোবা ব্রাশ বলেন, এই প্রক্রিয়া শুরু করার দু’টি পথ রয়েছে।

যারা ব্যক্তিগত আবেদন করার কথা ভাবছেন, তাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, প্রথমে কোনো ডমেস্টিক অ্যান্ড ফ্যামিলি ভায়োলেন্স সাপোর্ট সার্ভিসের পরামর্শ গ্রহণ করাটা সর্বোত্তম হবে। তাদের পরামর্শ গ্রহণ করে সুনিশ্চিত হতে হবে যে, এই পদক্ষেপ গ্রহণ করাটাই হবে নিরাপদ পন্থা।

অভিবাসী ও শরণার্থী পটভূমির নারীদের নিয়ে কাজ করে ইনটাচ মাল্টিকালচারাল সেন্টার অ্যাগেইনস্ট ফ্যামিলি ভায়োলেন্স। এর চিফ একজিকিউটিভ মিহাল মরিস বলেন, যারা আমাদের কাছে সহায়তা লাভের জন্য আসেন, আমরা তাদের অভিজ্ঞতার কথা শুনি। তারপর, আমাদের পেশাজীবিরা পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন।

তিনি বলেন, ইনটাচের প্রায় ৪০ শতাংশ সেবা-গ্রহীতা যখন এই সেবা-কেন্দ্রের সহায়তা চেয়েছিল, তখন তাদের ইনটেরিম ইন্টারভেনশন অর্ডার ছিল।

ডমেস্টিক ভায়োলেন্স অর্ডারের জন্য ব্যক্তিগত আবেদনের ক্ষেত্রে আবেদনের সহায়ক হিসেবে বেশ কিছু সাক্ষ-প্রমাণ জমা দেওয়া যায়।

নাটাশা মাহগ্রো বলেন, শারীরিক আঘাতের ছবি কিংবা সহায়-সম্পদের ক্ষয়-ক্ষতির ছবি এসবের অন্তর্ভুক্ত।

লিগ্যাল এইড নিউ সাউথ ওয়েলস-এর ট্রায়াল অ্যাডভোকেট থমাস স্পো বলেন, প্রতিটি ইন্টারভেনশন অর্ডারে শর্তাবলীর উল্লেখ থাকে যে, ডিফেনডান্ট বা বিবাদী কী রকম আচরণ করতে পারবেন।

নাটাশা মাহগ্রো বলেন, এ রকম আদেশের জন্য কোনো দরখাস্ত জমা দেওয়া হলে, যার বিরুদ্ধে এই দরখাস্ত করা হয়, তিনি তখন আদালতে যেতে পারেন এবং এটি মেনে নিতে কিংবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন।

তিনি বলেন, যদি প্রতিবাদ করা হয়, তখন এর পরিপূর্ণ ট্রায়াল বা বিচার করা হয়।

থমাস স্পো বলেন, ২০১৭ সালে করা পরিবর্তনগুলোর মানে হলো, বেশিরভাগ ভায়োলেন্স প্রটেকশন অর্ডার্স সমস্ত স্টেট এবং টেরিটোরিতেই স্বীকৃত এবং প্রয়োগের উপযোগী।

কোনো অর্ডারের শর্ত যদি ভঙ্গ করা হয় এবং সেটা যদি প্রমাণীত হয়, তাহলে সেই ব্যক্তিকে জরিমানা করা হবে কিংবা কারাদণ্ড প্রদান করা হবে।

কিন্তু, থমাস স্পো বলেন, প্রত্যেক ক্ষেত্রে ও পরিস্থিতিতে সেটা প্রতিরোধক হিসেবে কাজে আসে না।

নাটাশা মাহগ্রো বলেন, ডমেস্টিক ভায়োলেন্স অর্ডার্স মানুষের নিরাপত্তা-বিধানের নিশ্চয়তা দেয় না। তারপরও, এগুলো অনেক গুরুত্বপূর্ণ পন্থা।

মিহাল মরিস বলেন, ইনটাচ যে-সব নারীদের নিয়ে কাজ করে, তাদের কারও কারও ক্ষেত্রে ইন্টারভেনশন অর্ডার্স আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হলো পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিরা যারা স্পন্সর ভিসাধারী, তারা স্থায়ী ভিসা লাভের সুযোগ লাভ করতে পারেন।

ফ্যামিলি অ্যান্ড ডমেস্টিক ভায়োলেন্স বিষয়ক তথ্য কিংবা সহায়তা লাভের জন্য কল করুন 1-800 RESPECT এ 1800 737 732 নম্বরে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand