Radio Program
•
বাংলা
•
Health & Fitness
যদিও আমরা অনেকেই এন্ডোমেট্রিওসিসের কথা শুনেছি, কিন্তু খুব কম লোকই এই রোগ সম্পর্কে জানেন, প্রায় ১০ শতাংশ নারী এই রোগে আক্রান্ত। এন্ডোমেট্রিওসিস একটি কঠিন, হতাশাব্যঞ্জক এবং দীর্ঘস্থায়ী বেদনাদায়ক অবস্থা হতে পারে যার বিভিন্ন ধরণের লক্ষণ রয়েছে। এটি একজন ব্যক্তির স্বাস্থ্য এবং সুস্থতার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। সামাজিক বাধা বা কুসংস্কার এবং রোগ সম্পর্কে সাধারণ সচেতনতার অভাব এন্ডোমেট্রিওসিস রোগীদের জন্য রোগটি নির্ণয় করতে বিলম্বিত হতে পারে এবং এমনকি এটি চিকিৎসাও অকার্যকর হওয়ার কারণ হতে পারে। তিন পর্বের সিরিজে আমরা ব্যাখ্যা করব এন্ডোমেট্রিওসিস কী, কীভাবে এটি নির্ণয় করা হয় এবং এই রোগ হলে কীভাবে নিজের যত্ন নিতে হয়। মূল প্রতিবেদনটি তৈরি করেছেন মারিয়ান মুরাত এবং পরিবেশন করেছেন শাহান আলম।
14/10/2022 10:42
05/10/2022 13:23
30/09/2022 21:07