Prime Minister Scott Morrison back with 'miracle' election victory

প্রধানমন্ত্রী স্কট মরিসন এর নেতৃত্বে লিবারেল পার্টি ১৮ মে র নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করছে। লিবারেল পার্টি কুইন্সল্যান্ড এ ভালো ফল করায় এবং জোট সঙ্গী ন্যাশনাল পার্টি তাদের সব গুলো আসনে ধরে রাখতে পারায় এই জয় পেয়েছে। প্রাক নির্বাচনী জরিপ ও বিভিন্ন মিডিয়ার রিপোর্ট এ লেবার পার্টি এগিয়ে থাকলেও শেষ হাসিটা হাসলেন লিবারেল - ন্যাশনাল কোয়ালিশন।

Prime Minister Scott Morrison

Source: AAP

প্রধানমন্ত্রী স্কট মরিসন এর নেতৃত্বে লিবারেল পার্টি ১৮ মে র  নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করছে। লিবারেল পার্টি  কুইন্সল্যান্ড এ ভালো ফল করায়  এবং জোট সঙ্গী ন্যাশনাল পার্টি তাদের সব গুলো আসনে ধরে রাখতে পারায় এই জয় পেয়েছে। প্রাক নির্বাচনী জরিপ ও বিভিন্ন মিডিয়ার রিপোর্ট এ লেবার পার্টি এগিয়ে থাকলেও শেষ হাসিটা হাসলেন লিবারেল - ন্যাশনাল কোয়ালিশন। নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশের আগেই জয় নিশ্চিত করে ক্ষমতাসীন দল। প্রধানমন্ত্রী স্কট মরিসন এই বিজয়কে ‘অলৌকিক’ উল্লেখ করে ভোটারদের ধন্যবাদ দিয়েছেন ।
Prime Minister Scott Morrison
Source: AAP
অন্যদিকে লেবার  পার্টি পরাজয় মেনে নিয়েছে  বিল শর্টেন  স্কট মরিসনকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে বিল শর্টেন দলীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতির নেওয়ার কথা জানিয়েছেন, তিনি বলেন  আমি সংসদে থাকব, তবে হয়তো দলের নেতৃত্বে নয়। যদিও ভোট গণনা শুরুর আগ পর্যন্ত লেবার শিবিরে জয়ের সম্ভাবনায় আনন্দিত  দেখা গিয়েছিল তবে ভোটের  আগাম ফলাফল আসতে থাকায় তাদের সেই আনন্দ মলিন হতে থাকে। ২০১৩ সালে দলীয় টালমাটাল অবস্থার মধ্যে নেতৃত্বে আসেন বিল শর্টেন ,সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড ও জুলিয়া বিশপ ছিল তার প্রতিদ্বন্দ্বী। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো বিল শর্টেনের   নেতৃত্বে লেবার  পার্টি নির্বাচনে অংশ নিলো , তবে ২০০৬ সালের নির্বাচনের ফলাফল ছিল আশাব্যাঞ্জক জয়ের কাছাকাছি থেকেও পরাজয় মেনে নিতে হয়েছে তার দলকে।
Bill Shorten
Source: AAP
অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে নিম্ন কক্ষের ১শ’ ৫১টি আসনের সবগুলোতে এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে  রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ৪৭টি নির্বাচনী আসনের ৩১টিতেই জয় পেয়েছে লিবারেল পার্টি। এই প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয় কোন্দলের মধ্যে  প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।  স্কট মরিসনের নির্বাচনী এলাকা নিউ সাউথ ওয়েলস রাজ্যের কুক থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন । অন্যদিকে  বিরোধী দলের প্রধান বিল শর্টেন তার  নির্বাচনী এলাকাতেও জয়ী  হয়েছেন ।  লিবারেল পার্টির  আলোচিত  নেতা ও সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট তাঁর আসনটি হারিয়েছেন।  সেখানে  ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলি স্ট্যাগাল। এ ছাড়া লেবার পার্টির সমর্থক বেশি এমন ৫টি আসনেও আশাতীত জয়লাভ করেছে কোয়ালিশন এর প্রাথীরা ।
Tony Abbott
Source: AAP
লিবারেল-ন্যাশনাল জোট ৭৪টি আসনে জয়লাভ করেছে অন্যদিকে  লেবার পার্টি পেয়েছে ৬৬টি আসন। আর যে ছয়টি আসনে ভোট গণনা এখনো শেষ হয়নি সেখানেও  দুটিতে  এগিয়ে  রয়েছে  লিবারেল-ন্যাশনাল  জোট।

এছাড়া   বব কাটার , কাটার  অস্ট্রেলিয়ান পাৰ্টি  একটি , এডাম  ব্যান্ডট  গ্রীন দল  একটি , রেবেকা  শার্কীয়  সেন্টার  এলিয়ান্স  একটি ,এবং স্বতন্ত্র  হিসাবে  জয়ী  হয়েছেন অ্যান্ড্রু উইলকি , হেলেন হেইন্স এবং জালি স্টেগগল।


Share
Published 19 May 2019 2:33pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand