World Cup Cricket 2019

আর মাত্র কয়েকদিন পর পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর । ‍২২ গজের লড়াই শুরুর আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বের ক্রিকেট প্রেমীরা । এরই মধ্যে কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও শুরু হয়ে গেছে। ক্রিকেটের এই উৎসবে আমরা এসবিএস বাংলার পাঠক ও শ্রোতাদের জন্য নিয়ে থাকবে নানান খবর। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ আসরে অংশ নিতে যাওয়া ১০ দলের শক্তি-দুর্বলতা, সম্ভাবনা নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে খেলার সময়সূচি।

World cup Cricket 2019

Source: ICC Cricket World Cup

আর মাত্র কদিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের। ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। পঞ্চমবারের মতো ক্রিকেটের গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট আয়োজন করা নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে এ নজির আর কারও নেই।

এবারের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ক্রিকেটের এ বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১০ টি দেশ। প্রতিটি দল গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্বে সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল। প্রতিটি সেমির জন্য রয়েছে রিজার্ভ ডে।

১৪ জুলাই শেষ চারের সেরা দুদলের মধ্যে হবে ফাইনাল। ফাইনাল লড়াইয়ের জন্যও রয়েছে রিজার্ভ ডে। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনের এই টুর্নামেন্টে। এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে এ ফরম্যাটে খেলা হয়।

বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় ব্রিস্টলে মুখোমুখি হবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, সিডনির সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওভালে,  প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এক নজরে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের সময়সূচি:

৩০ মে সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের ভেন্যু ওভাল।

৩১ মে সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের ভেন্যু নটিংহাম।

১ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ। ভেন্যু কার্ডিফ।

১ জুন সিডনির  সময় রাত সাড়ে ১০ টায় আফগানিস্তান-অস্ট্রেলিয়া। ভেন্যু ব্রিস্টল (দি/রা)।

২ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভেন্যু ওভাল।

৩ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-পাকিস্তান। ভেন্যু নটিংহাম।

৪ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কার্ডিফ মাঠে অনুষ্ঠিত হবে আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচ।

৫ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ভেন্যু সাউদাম্পটন।

৫ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ভেন্যু ওভাল (দি/রা)।

৬ জুন সিডনির  সময়  সন্ধ্যা সাড়ে ৭ টায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট উইন্ডিজ ম্যাচ। ভেন্যু নটিংহাম।

৭ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় পাকিস্তান-শ্রীলংকা। ভেন্যু ব্রিস্টল

৮ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। ভেন্যু কার্ডিফ।

৮ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। ভেন্যু টন্টন (দি/রা)।

৯ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-অস্ট্রেলিয়া। ভেন্যু ওভাল।

১০ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ। ভেন্যু সাউদাম্পটন।

১১ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ। ভেন্যু ব্রিস্টল।

১২ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ। ভেন্যু টন্টন।

১৩ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। ভেন্যু নটিংহাম।

১৪ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-ওয়েস্ট উইন্ডিজ ম্যাচ। ভেন্যু সাউদাম্পটন।

১৫ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। ভেন্যু ওভাল।

১৫ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। ভেন্যু কার্ডিফ।

১৬ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-পাকিস্তান। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

১৭ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ। ভেন্যু টন্টন।

১৮ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

১৯ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ভেন্যু  এজবাস্টন।

২০ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। ভেন্যু নটিংহাম।

২১ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-শ্রীলংকা। ভেন্যু হেডিংলি।

২২ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-আফগানিস্তান। ভেন্যু সাউদাম্পটন।

২২ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় ওয়েস্ট উইন্ডিজ-নিউজিল্যান্ড। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)।

২৩ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ভেন্যু লর্ডস।

২৪ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ। ভেন্যু সাউদাম্পটন।

২৫ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ভেন্যু লর্ডস।

২৬ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় নিউজিল্যান্ড-পাকিস্তান। ভেন্যু এজবাস্টন।

২৭ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ওয়েস্ট উইন্ডিজ-ভারত। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

২৮ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা। ভেন্যু ডারহাম।

২৯ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় পাকিস্তান-আফগানিস্তান। ভেন্যু হেডিংলি।

২৯ জুন সিডনির সময় রাত সাড়ে ১০ টায় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ভেন্যু লর্ডস। (দি/রা)

৩০ জুন সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত-ইংল্যান্ড। ভেন্যু এজবাস্টন।

১ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীলংকা-ওয়েস্ট উইন্ডিজ। ভেন্যু ডারহাম।

২ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু এজবাস্টন।

৩ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ভেন্যু ডারহাম।

৪ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় আফগানিস্তান-ওয়েস্ট উইন্ডিজ।  ভেন্যু হেডিংলি।

৫ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু লর্ডস।

৬ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীলংকা-ভারত। ভেন্যু হেডিংলি।

৬ জুলাই সিডনির সময় রাত সাড়ে ১০ টায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড (দি/রা)।

৯ জুলাই সিডনির  সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। প্রথম সেমিফাইনাল (১-৪)।  ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

১০ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। রিজার্ভ ডে। ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড।

১১ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। দ্বিতীয় সেমিফাইনাল। ভেন্যু এজবাস্টন।

১২ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। রিজার্ভ ডে। ভেন্যু এজবাস্টন।

১৪ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। ফাইনাল। ভেন্যু লর্ডস।

১৫ জুলাই সিডনির সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। রিজার্ভ ডে।


Share
Published 24 May 2019 11:15am
Updated 24 May 2019 11:18am
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand