'ভীষণ আনন্দের': উদ্ধারকারী পুলিশরা নিখোঁজ বালক এজে এলফালককে খুঁজে পাওয়ার মুহূর্তের বর্ণনা যেভাবে দিলো

নিউ সাউথ ওয়েলস হান্টারের বুশল্যান্ডে হারিয়ে যাওয়া তিন বছর বয়সী অ্যান্থনি "এজে" এলফালকের তিন রাত একা থাকার পর বেঁচে থাকার বিষয়টি অসাধারণ বলে বর্ণনা করা হচ্ছে।

Anthony Elfalak hugs two of his other sons after his three year old AJ Elfalak was found alive on the family property near Putty, 6 September, 2021.

Anthony Elfalak hugs two of his other sons after his three year old AJ Elfalak was found alive on the family property near Putty, 6 September, 2021. Source: AAP

পুলিশের হেলিকপ্টার পাইলটরা তিন বছর বয়সী এলফালককে যখন খুঁজে পেল সেই আনন্দময় মুহূর্তের বর্ণনা দিয়েছে তারা।

সে নিউ সাউথ ওয়েলসের গ্রাম এলাকার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তিন দিন নিরুদ্দেশ এবং একাকী জঙ্গলে কাটিয়েছিল।

অ্যান্টনি "এজে" এলফালক মঙ্গলবার তার পরিবারের সাথে পুনরায় মিলিত হলে তারা অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলে।

পাইলটরা ব্যাপক অনুসন্ধানের পরে ছেলেটিকে খুঁজে পেলে তারা একজন এসইএস স্বেচ্ছাসেবককে নির্দেশ দেয়, যে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
শিশুটি তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝোপের মধ্যে তিন রাত বেঁচে ছিল।

পোলএয়ার টেকটিক্যাল ফ্লাইট অফিসার জোনাথন স্মিথ বলেন, যখন তিনি দেখলেন যে বাচ্চাটি জঙ্গলের খাঁড়ির মধ্যে বসে ঘোলা পানি পান করছে, তখন তিনি 'খুবই আনন্দিত' হয়েছিলেন।

সিনিয়র কনস্টেবল স্মিথ মঙ্গলবার বলেছিলেন, "স্ক্রিনে তার ছবিটি দেখার সাথে সাথেই আমি হতবাক হয়ে গেলাম এবং আমরা পুরোপুরি বুঝতে পারলাম যে সেই ছিল।"

'আমরা প্রার্থনা করেছি'

এজে এলফালক শুক্রবার সকাল ১১.৪৫ নাগাদ পুটি এলাকাতে তার পরিবারের বিশাল এলাকা জুড়ে থাকা প্রপার্টি থেকে নিখোঁজ  হয়।

সোমবার, এজে-র বাবা অ্যান্টনি এলফালক গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী কেলি অনুসন্ধানের সময় প্রার্থনা করতে সেন্ট শেনৌদা মঠে গিয়েছিলেন।

"আমরা আজ সকালে প্রার্থনা করেছি, আমার স্ত্রী সবেমাত্র মঠ থেকে ফিরে এসে প্রার্থনা করেছেন," তিনি তার ছেলেকে জীবিত খুঁজে পাওয়ার পরপরই সাংবাদিকদের বলেন।
১৩০ জনেরও বেশি লোক তার পরিবারের প্রপার্টি ও তার আশেপাশে অনুসন্ধান করেছিল, সেইসাথে স্বেচ্ছাসেবীরা পায়ে হেটে এবং বাইকে ঘুরে ঘুরে পুলিশকে সাহায্য করেছিল।

এদিকে নেপিয়ান ব্লু মাউন্টেনস লোকাল হেলথ ডিস্ট্রিক্টের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে সেন্ট শেনৌদা মঠের দুইজন ব্যক্তি কোভিড -১৯-এ পজেটিভ ছিলেন, সেখানে থাকা ব্যক্তিদের কেউ কেউ এজেকে খুঁজতে যোগ দিয়েছিলো।

তবে কর্তৃপক্ষ বলছে যে সেই ব্যক্তিরা কোভিড -১৯ রোগীদের সংস্পর্শে আসেনি, এটা নিশ্চিত-যদিও মঠে থাকা সমস্ত লোক এখন আইসোলেশনে রয়েছে। আর কেউ পরীক্ষার ফলাফলে পজেটিভ হয়নি।

'সে জড়িয়ে ধরল'

গ্রেগ চালমার্স ছিলেন এসইএস স্বেচ্ছাসেবক যিনি প্রথমে ছেলেটির সাথে যোগাযোগ করেছিলেন।

মঙ্গলবার সিডনি রেডিও 2GB কে তিনি বলেন, "সেসময় এই সুন্দর বাচ্চা ছেলেটি পানিতে হাঁটু গেড়ে পান করার চেষ্টা করছিল।"

"এই ছোট্ট ছেলেটিকে যে জীবিত উদ্ধার করা গেলো, তা দেখে খুব ভাল লাগল।"
A supplied screengrab obtained on Monday, September 6, 2021, of PolAir locating Three-year-old Anthony "AJ" Elfalak
A supplied screengrab obtained on Monday, 6 September, 2021, of PolAir locating three-year-old Anthony "AJ" Elfalak. Source: NSW Police
"আমি সেই ছোট্ট ছেলের উপর হাত রাখলাম এবং সে চারপাশে তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটা বড় হাসি দিল।"

"এটা অবিশ্বাস্য ছিল যে সে আসলে তখনো বেঁচে থাকতে পেরেছে। সে আমাকে আঁকড়ে ধরেছিল এবং জড়িয়ে ধরেছিল এবং যেতে দিতে চাচ্ছিলো না।"

তদন্ত চলছে

এজে'কে পর্যবেক্ষণের জন্য তাড়াতাড়ি হাসপাতালে নেয়া হয়েছিল এবং মঙ্গলবার তার পরিবারের সাথে বাড়িতে ছিল।

এলফালক পরিবার সোমবার গভীর রাতে একটি বিবৃতি জারি করে এজে -র অনুসন্ধানে সাহায্য করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

"এজে ঠিক আছে," বিবৃতিতে বলা হয়েছে। "আপনার বাচ্চাদের কাছে রাখুন। আমরা যা ফায়ার পেয়েছি তার জন্য দয়া করে আমাদের পরিবারের গোপনীয়তা রক্ষা করুন।"

এনএসডব্লিউ পুলিশ সুপার ট্রেসি চ্যাপম্যান বলেন, এজে কিভাবে বাড়ি থেকে এতদূর চলে গেল সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, "পুলিশি দৃষ্টিকোণ থেকে আমরা গত তিন দিনে কী ঘটেছে তা বোঝার জন্য আমাদের অনুসন্ধান চালিয়ে যাব।"

"আমি জানি প্রত্যেকেরই অনেক প্রশ্ন আছে।"

উল্লেখ্য, গত শুক্রবার, ৩ সেপ্টেম্বর তিন বছরের ছোট্ট বালক এজে এলফালক নিউ সাউথ ওয়েলসের হান্টার এলাকায় তার পারিবারিক বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলো।

Follow SBS Bangla on .

আরও দেখুন:



Share
Published 7 September 2021 9:37pm
Updated 7 September 2021 9:46pm
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand