আগুনের ধ্বংসাত্মক বিপর্যয় থেকে যেভাবে নিজেকে এবং নিজের সম্পত্তিকে সুরক্ষিত করবেন

২০০৯ সালে ফায়ার রেটিং চালু হওয়ার পর সিডনি এই প্রথমবারের মতো বিপর্যয়কর দাবানল পরিস্থিতির মুখোমুখি।আগামীকাল মঙ্গলবার গ্রেটার সিডনি, গ্রেটার হান্টার এবং ইল্লাওয়রা - শোয়ালহ্যাভেন অঞ্চলের বাসিন্দাদের বুশফায়ার থেকে নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে দমকলকর্মীরাও মঙ্গলবারের "বিপর্যয়কর" অবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Bush fire in NSW

Source: AAP

ইল্লাওয়রা - শোয়ালহ্যাভেন অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণ করা শক্ত হবে এবং বাড়িঘরগুলিও আগুনের সংস্পর্শে আসলে তা রক্ষা করা যাবে না ।

ব্লু মাউন্টেন থেকে ম্যানলি পর্যন্ত সিডনির সমুদ্র সৈকত শহরতলির পশ্চিমাঞ্চলীয় পঁয়ত্রিশটি এলাকা ক্ষতিগ্রস্থ হতে পারে।

ডুংগগ , লেক ম্যাককুরি, সিঙ্গলটন এবং আপার হান্টারসহ হান্টারের বাসিন্দাদেরও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে।

কর্তৃপক্ষ সিডনির দক্ষিণে  ইল্লাওয়রা - শোয়ালহ্যাভেন অঞ্চলের জন্য বিপদসংকেত আরো বিপর্যয়কর হিসাবে উন্নীত করেছে।

রুরাল ফায়ার সার্ভিস বাসিন্দাদের অবশ্যই তাদের বুশফায়ার সারভাইভাল প্ল্যান কি হবে তা ঠিক করতে বলছে।
A resident uses a bucket to douse a burning log as a bushfire burns in Woodford NSW, Friday, November 8, 2019. Hot, windy conditions are wreaking havoc as bushfires burn out of control across parts of NSW, with 14 current emergency warnings in the state.
A resident uses a bucket to douse a burning log as a bushfire burns in Woodford NSW Source: AAP


স্টেপ ১ : আলোচনা করুন

আগুন লাগলে প্রথমেই আপনি কি করবেন আগে থেকেই তা চিন্তা করুন। এ সময় সিদ্ধান্ত নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

সবচেয়ে ভালো সিদ্ধান্ত আগে ভাগে সরে যাওয়া। অথবা আপনি থেকে যেতে পারেন যদি সত্যিই আপনার সেরকম কোন প্রস্তুতি থাকে। 

অপ্রত্যাশিত কোন ঘটনার কথা ভাবুন, যেমন বাড়িতে কেউ একা আছে , আপনি বাড়ি না থাকলে তার কি হবে, আপনার ফোন লাইন বা ইলেকট্রিসিটি চলে গেলো তখন কি করা উচিত ইত্যাদি। আপনি যদি নিশ্চিত না হন তবে আগে ভাগে চলে যাওয়াই উত্তম।

স্টেপ ২: আপনার বাড়িটিকে রক্ষা করতে প্রস্তুতি নিন এবং নিজে তৈরী হয়ে নিন

কিছু সাধারণ বিষয় লক্ষ্য রাখলে তা বেশ কাজে দেয়, যেমন বাড়ির চারধারে গাছপালার ডালপালা , লতাগুল্ম কেটে ফেলুন;  বাড়ির ছাদের গাটারে শুকনো পাতা বা আবর্জনা পরিষ্কার করে ফেলুন।

স্টেপ ৩: বুশ ফায়ার এলার্ট বা বিপদ সংকেতের লেভেলটা জেনে নিন

আপনার এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে NSW RFS ওয়েবসাইট, রেডিও এবং 'ফায়ার নেয়ার মি' এপ থেকে ফায়ার এলার্ট লেভেল জেনে নিন। এলার্ট লেভেল কখন কি দেয়া হচ্ছে তা নজর রাখলে আপনি সহজে বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে।

স্টেপ ৪: গুরুত্বপূর্ন তথ্যগুলো জেনে নিন

বুশফায়ারের সময় আপনার এলাকার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখা জরুরি। NSW রুরাল ফায়ার সার্ভিস এ বিষয়ে জোর দিয়ে বলছে যে তথ্য জানার দ্রুত উৎসগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা উত্তম।

জরুরীকালে 000 তে ফোন করুন। বুশ ফায়ার সম্পর্কে আরো তথ্য জানতে ফোন করুন: 1800 NSW RFS (1800 679 737) 

বুশফায়ার সারভাইভাল প্ল্যান সম্পর্কে ১২ ভাষায় তথ্য দেয়া হয়; রুরাল ফায়ার সার্ভিসেস ফ্যাক্ট শীটের অনুবাদ করা পেইজে ভিসিট করুন।
A fire danger rating sign on the NSW south coast in 2013
A fire danger rating sign on the NSW south coast in 2013 Source: AAP
বুশফায়ার এবং নেচারাল হ্যাজার্ডস সিআরসি চিফ এক্সেকিউটিভ ডঃ রিচার্ড থর্নটন এসবিএস নিউজকে বলেন, সবাইকে তাদের এলাকার পরিস্থিতি বিবেচনা করে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে এটা ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, "আপনার এলাকায় যদি বুশফায়ারের হুঁশিয়ারি সংকেত দেয়া হয় তবে গুরুত্বের সাথে সিদ্ধান্ত নিন আপনি কি করবেন।"
"আপনার বাড়ির দরজায় আগুন এসে পড়েছে, তখন সিদ্ধান্ত নিচ্ছেন ব্যাপারটা এমন হওয়া উচিত না।"

অস্ট্রেলিয়ার বুশফায়ারের সবচেয়ে খারাপ নজিরটি ছিল ২০০৯ সালের ফেব্রুয়ারির, যা ব্ল্যাক স্যাটারডে নামে পরিচিত। ওই হৃদয়বিদারক ঘটনায় ১৭৩ জন মানুষ মারা গিয়েছিলেন এবং শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিলো।

আরো পড়ুন :



Share
Published 11 November 2019 5:03pm
Updated 11 November 2019 5:18pm
By Adam Marsters
Presented by Shahan Alam
Source: SBS News

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand