ভারতে কোভিড ১৯-এ একজন অস্ট্রেলিয়ান স্থায়ী অভিবাসী মারা গেছেন বলে তার মেয়ে বলছে

ভারতে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে তার বাবা মারা গেছেন বলে জানিয়েছেন সিডনির বাসিন্দা সোনালী রালহান। এ বিষয়ে কতৃপক্ষ তদন্ত শুরু করেছে। সোনালী রালহান বলেন, তার ৫৯ বছর বয়স্ক পিতা অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট ছিলেন, তিনি অস্ট্রেলিয়া ফেরার অপেক্ষায় ছিলেন, কিন্তু গত বুধবার নয়া দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান।

COVID-19-infected patients are seen inside a care facility  in New Delhi.

COVID-19-infected patients are seen inside a care facility in New Delhi. Source: Sipa USA Naveen Sharma/SOPA Images/Sipa

সোনালী রালহান এসবিএস নিউজকে জানিয়েছেন তার বাবা-মা গত বছর শেষ দিকে ভারতে যান, কিন্তু এরপর থেকে অস্ট্রেলিয়া ফেরার কোন ফ্লাইট বুক করতে পারছিলেন না।

ফরেন মিনিস্টার ম্যারিস পেইন নাইন রেডিওকে বলেন, সরকার সমস্যা হতে পারে এমন অস্ট্রেলিয়ান রেসিডেন্টদের ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি বলেন, "আমরা যা করব তা নয়াদিল্লি, চেন্নাই, কোলকাতা এবং মুম্বাইয়ে আমাদের পোস্টগুলিতে গভীরভাবে কাজ করবো। সেখানে আমাদের কর্মকর্তারা অস্ট্রেলিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা এবং পরিবার যারা আমাদের কনস্যুলার প্রক্রিয়াতে নিবন্ধিত হয়েছে তাদের ভারতে নিয়ে আসার বিষয়ে মনোনিবেশ করছে এবং অবশ্যই আমাদের লক্ষ্য হবে যারা দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হিসাবে নিবন্ধিত হয়েছেন তাদের অগ্রাধিকার দেয়া।"
কিন্তু লেবার পার্টির ফরেইন অ্যাফেয়ার্স-এর মুখপাত্র পেনি ওয়ং ফিরতি যাত্রীদের জন্য কার্যকর কোয়ারেন্টিন ব্যবস্থা করতে না পারার কারণে সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, "এখানে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই অস্ট্রেলিয়ানদের সুরক্ষিত রাখার একমাত্র উপায় হল উপযুক্ত একটি কোয়ারেন্টাইন সিস্টেম রাখা। স্কট মরিসন সেই কাজটি করতে অস্বীকার করেছেন এবং এর ফলস্বরূপ, মানুষ সেখানে আটকে রয়েছে। ভারতে যা ঘটেছে, তা আমরা এক বছর আগেই বলেছিলাম, পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। তাই আমি প্রধানমন্ত্রীকে বলব, সংবাদ সম্মেলনের পরিকল্পনা বাদ দিয়ে অস্ট্রেলিয়ানদের নিরাপদে বাড়ি ফেরাতে পরিকল্পনা করুন।"
এদিকে ভারতে আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন এবং পার্মানেন্ট রেসিডেন্টদের ফিরিয়ে আনতে আগামী ১৫ মে'র পর ফ্লাইট পুনরায় চালু হবে। সরকার বলেছে তারা ওই বিতর্কিত ট্রাভেল ব্যান আর বাড়াবে না।

এ মাসের শেষ দিকে অন্তত ৬টি ফিরতি ফ্লাইট ভারত থেকে অস্ট্রেলিয়া আসবে, সম্প্রতি নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, এবং কুইন্সল্যান্ড বলেছে তারা অতিরিক্ত ফ্লাইট অনুমোদন দেবে।
A health worker takes care of patients inside a banquet hall, temporarily converted into a quarantine facility for COVID-19 patients, in New Delhi on 4 May.
A health worker takes care of patients inside a banquet hall, temporarily converted into a quarantine facility for COVID-19 patients, in New Delhi on 4 May. Source: Getty
বর্তমানে ৯,০০০ অস্ট্রেলিয়ান দেশে ফেরার অপেক্ষায় আছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রায় ৯০০ বিপদগ্রস্ত হতে পারে এমন লোকদের অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বলেন, " আমি মনে করি এই মাসে ছয়টি ফ্লাইট আসবে, সেখানে অবশ্যই তিনটি ফ্লাইট চলবে যেখানে কমনওয়েলথ সরাসরি জড়িত রয়েছে, এবং এর মধ্যে হাওয়ার্ড স্প্রিংস-এর (কোয়ারেন্টিন ফ্যাসিলিটি) ফ্লাইটগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এজন্য আমরা স্টেট ও টেরিটরি থেকে যে দ্রুত উত্তর জানতে পেরেছিলাম তার জন্য আমি তাদের প্রতি প্রসন্ন। আমি আশা করি, সেখানে কমপক্ষে তিনটি ফ্লাইটের ব্যবস্থা করা হবে।"

এদিকে একটি সিনেট ইনকোয়ারিকে বলা হয়েছে প্রায় ১৭৩ অস্ট্রেলিয়ান শিশু ভারতে অবস্থান করছে, যারা তাদের পিতামাতাদের থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং অস্ট্রেলিয়ায় তাদের কাছে ফিরতে ভীষণ উন্মুখ।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 





Share
Published 8 May 2021 9:34pm
Updated 12 August 2022 3:04pm
By Evan Young, Aaron Fernandes, Anna Henderson
Presented by Shahan Alam


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand