অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মঘন্টা বাড়ানো হচ্ছে

অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলো তাদের স্টক সাপ্লাইয়ের কাজে সাহায্য করতে সাময়িকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মঘন্টা বাড়াতে পারবে। আজ শুক্রবার ১৩ই মার্চ অস্ট্রেলিয়ার এক্টিং মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রান্ট সার্ভিসেস এন্ড মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স এলান টাজ এমপি এক মিডিয়া রিলিজে এ তথ্য প্রকাশ করেন।

supermarket

Australia’s major supermarkets will temporarily be able to offer more hours to international student employees. Source: Getty images/Shannon Fagan

করোনা ভাইরাসের আতংকে বেশ কিছু আইটেমের চাহিদা বেড়ে যাওয়াতে সুপারমার্কেটগুলো তাদের সরবরাহ সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাদের কাজের চাপ কমাতে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মীরা যাতে সাহায্য করতে পারে, এজন্য নিয়োগদাতারা ইচ্ছে করলে তাদের কর্মঘন্টা বাড়াতে পারবে বলে ঘোষণা দেয়া হয়েছে।  সাধারণতঃ আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাক্ষিক ৪০ ঘন্টা কাজের সুযোগ পায়। 

এক্টিং এ প্রসঙ্গে বলেন, এই পরিবর্তনের ফলে সুপারমার্কেটগুলো তাদের অতিরিক্ত চাহিদার বিপরীতে সরবরাহ বৃদ্ধিতে শিক্ষার্থীদের সাহায্য পাবে। 

মিঃ টাজ বলেন, "সুপারমার্কেটগুলো টয়লেট পেপার, টিস্যু, চাল, এবং পাস্টা'র মত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের শেলফে রাখা মাত্রই শেষ হয়ে যাচ্ছে, এই চাহিদার বিপরীতে সরবরাহ দিতে তারা হিমশিম খাচ্ছে।"

তিনি বলেন, "সুপারমার্কেটগুলো বলছে, এই চাহিদা সামাল দিতে তাদের এখনকার কর্মীদের কর্মঘন্টা বাড়িয়ে দিতে হবে, যাতে তারা কাস্টমারদের সার্ভিস দিতে পারে। যদিও তাদের অস্ট্রেলিয়ান কর্মী আছে, তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত কাজের সময় দেয়া হচ্ছে।"

এই ব্যবস্থাটি তদারকি করবে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এবং এ থেকে কোলজ, উলওয়ার্থ-এর মতো বড় বড় সুপারমার্কেটগুলো সুবিধা পাবে।  অন্যান্য সুপারমার্কেটগুলো যদি মনে তাদের এ ক্ষেত্রে সাহায্য দরকার তবে তারাও হোম অ্যাফেয়ার্স বিভাগে রেজিষ্টার করে এ সুবিধা নিতে পারবে।  তবে এই সুবিধা কেবল বর্তমান কর্মীদের বেলাতেই প্রযোজ্য।

মিঃ টাজ বলেন, "এই ব্যবস্থা সাময়িক এবং এটা নিশ্চিত করতে প্রতিনিয়ত রিভিউ করা হবে যে ব্যবস্থাটি আরো কতদিন প্রয়োজন হবে।"

"করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপকতা বাড়ার প্রেক্ষিতে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা শুনবো এবং হয়তো অন্যান্য সেক্টরগুলোতেও একই সুবিধা দেয়া হতে পারে যদি প্রয়োজন হয়।"

মিনিস্টার ফর এডুকেশন ড্যান টেহান বলেন, এই ব্যবস্থা সুপারমার্কেটগুলোর সরবরাহ বাড়ানোর কাজে সাহায্য করবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরাও লাভবান হবে।

মিঃ টেহান বলেন, "আমাদের সরকার উচ্চ শিক্ষায় COVID-19-এর কুপ্রভাব কমাতে চেষ্টা করছে, এবং শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে এই কঠিন সময়টাতে যাতে আর্থিকভাবে কিছু সাশ্রয় করতে পারে সেই দিকটা দেখা হচ্ছে।"

"এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সময় কাজের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে এবং সেইসাথে নিয়োগদাতারাও এই ব্যস্ত সময়ে চাহিদা মেটানোর কাজে সাহায্য পাবে।"

তবে নিয়োগদাতাদের অবশ্যই অস্ট্রেলিয়ান ওয়ার্কপ্লেস ল' মেনে চলতে হবে। অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রের আইন অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যান্য কর্মীদের মতোই অধিকার রয়েছে। 

এ সম্পর্কে আরো জানতে ভিজিট করুন ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইট অথবা গ্লোবাল সার্ভিস সেন্টারে 131881 এই নাম্বারে কল করুন। 

আরো পড়ুন:

Share
Published 13 March 2020 5:49pm
Updated 13 March 2020 5:54pm
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand