বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করবে মেলবোর্নের 'একতারা'

আগামী ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। দিবসটি উপলক্ষে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মেলবোর্নভিত্তিক সংগঠন 'একতারা’র আয়োজনে ২৮শে মার্চ অনুষ্ঠিত হবে ‘আমার বাংলাদেশ' শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা।

Bangladesh flag

Bangladesh flag Source: SBS File photo

একতারা'র জেনারেল সেক্রেটারি আতিক জামান এসবিএস বাংলাকে জানান,  "বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের সেন্ট্রাল পার্ট কমিউনিটি সেন্টারে। এতে মেলবোর্নের সংগঠন একতারা’র কুশিলবরা বাংলার বৈচিত্রময় গান আর কবিতার সমাহার নিয়ে হাজির হবেন আর একতারা’র শিশু শিল্পীরা বাংলা গান, নাচ, কবিতার পাশাপাশি দুই ভাষায় গাইবে বাংলায় ভাষান্তরিত করা তাদের প্রিয় কিছু ছড়া যাতে তারা বাংলা শেখা ও বলার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে।"
Bangladeshi migrant
একতারার অনুষ্ঠানে একজন ক্ষুদে শিল্পী Source: Atik Zaman
এছাড়াও অতিথিদের অংশগ্রহনে থাকবে একটা মজার পর্ব আর সেই পর্বের বিজয়ীদের জন্যে পুরষ্কার। আর প্রথমবারের মত কোন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের দেয়া হবে স্মারক উপহার।

রসনা বিলাসের জন্যে খাবারের স্টলে চটপটি, ফুচকা, রসমালাইসহ বিভিন্ন জি্হ:বায় পানি নিয়ে আনা খাবার আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের সুস্বাদু পিঠার সমাহার।

উল্লেখ্য, এবছর বাংলাদেশের স্বাধীনতার ৪৯ বছর পূর্তি হতে যাচ্ছে। আয়োজকরা প্রত্যাশা করছেন এই অনুষ্ঠানে মেলবোর্নের সমস্ত বাংলাদেশিরা সবান্ধবে উপস্থিত থাকবেন।

মি: জামান বলেন, "অনুষ্ঠানে আগত বাচ্চারা চাইলে মঞ্চে তাদের পছন্দমত যে কোন কিছু পারফর্ম করতে পারবে। নতুন প্রজন্মের বাংলাদেশিদের নিজ সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।"
Bangladeshi migrant
একতারার অনুষ্ঠানে দুজন শিল্পী Source: Atik Zaman
'একতারা' সম্পর্কে আতিক জামান বলেন, "এটি মেলবোর্নে গড়ে ওঠা একটি বাংলা সাংস্কৃতিক জোট। অস্ট্রেলিয়ার বহুজাতিক সাংস্কৃতিক আবহে বাংলা ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা আর ঐতিহ্যকে তুলে ধরার আন্তরিক প্রয়াসে একতারা’র পথচলা।"

তিনি বলেন, "মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, যোগাযোগ বৃদ্ধি ছাড়াও বিশেষ বিশেষ দিবসগুলোতে তাদের অংশগ্রহন আর সমর্থনকে সাথে নিয়ে স্থানীয় সংস্কৃতি ও শিক্ষাব্যাবস্থার সাথে সমন্বয় নিশ্চিত করে বাংলা ভাষা আর সাংস্কৃতিক পরিচয়কে প্রজন্মান্তরে পৌছে দেয়ার পাশাপাশি কমুনিটির সামাজিক ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনই একতারা’র প্রত্যয়।"

একতারা'র আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে মার্চ, ২০২০, শনিবার বিকেল পাঁচটায় মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের সেন্ট্রাল পার্ট কমিউনিটি সেন্টারে।

আরো পড়ুন:

Share
Published 6 March 2020 11:22am
Updated 6 March 2020 3:30pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand