কোভিড -১৯ আপডেট: এনএসডব্লিউতে সবকিছু পুনরায় চালু করতে জোর প্রচেষ্টা, ভিক্টোরিয়া বর্ডার রেস্ট্রিকশন সহজ করেছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৭ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

SBS News in Macedonian 7 October 2021,

新州州長佩洛德(Dominic Perrottett)承認曾經穿著納粹服裝出席自己21歲生日會,事件擴大。 Source: AAP

  • ভিক্টোরিয়া প্রতিবন্ধীদের ভ্যাকসিনেশন হার বাড়াচ্ছে
  • এনএসডব্লিউ ৭০ শতাংশ ডাবল ডোজ লক্ষ্যমাত্রা অর্জন করেছে
  • বিশ্বের সবচেয়ে ভ্যাকসিন দেয়া শহরগুলির মধ্যে এসিটি অন্যতম

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ১,৬৩৮টি নতুন কেস এবং দুটি মৃত্যুর রেকর্ড করেছে।

আজ থেকে, নিউ সাউথ ওয়েলসে লকডাউন করা হয়নি এমন রেড জোন এলাকাগুলি এবং এসিটির অরেঞ্জ জোনের হাজার হাজার আটকা পড়া ভিক্টোরিয়ানরা নিজ ঘরে ফেরার জন্য

আগামীকাল, ৮ অক্টোবর থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা রাজ্য টিকা কেন্দ্রগুলিতে বুকিং ছাড়াই টিকা নিতে পারেন। রাজ্য সনাক্ত সংখ্যা বেশি এমন এলাকাগুলোতে দশটি প্রতিবন্ধী পপ-আপ ভ্যাকসিনেশন হাব চালু করবে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ৫৮৭টি নতুন কেস এবং আটজনের মৃত্যু রেকর্ড করেছে।

প্রিমিয়ার ডমিনিক পেরোটে রাজ্যে পুনরায় সবকিছু চালুর পরিকল্পনা ঘোষণা করেছে, রাজ্যটি ৭০ শতাংশ ডাবল ডোজ দেওয়ার মাইলফলকে পৌঁচেছে।

সোমবার, ১১ অক্টোবর থেকে ইনডোরে জমায়েত বাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন হবে (শিশুদের গণনা করা হবে না) এবং আউটডোর সমাবেশ ২০ থেকে বেড়ে ৩০ জন হচ্ছে।

আউটডোরে বিবাহ অনুষ্ঠান এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সর্বোচ্চ সংখ্যা ১০০ জন হবে। ইনডোর পুলগুলিও আবার চালু হবে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অঞ্চলটি স্থানীয়ভাবে ৪১টি কেস রেকর্ড করেছে।

এসিটিতে ১২ বছর বা তার বেশি বয়সীরা ৯৬ শতাংশ প্রথম ডোজ নিয়েছে।

আপনার কোভিড -১৯  এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ড শূন্য কমিউনিটি ট্রান্সমিশনের আরেকটি দিন রেকর্ড করেছে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

Share
Published 7 October 2021 1:38pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand