āϕ⧋āĻ­āĻŋāĻĄ -⧧⧝ āφāĻĒāĻĄā§‡āϟ: āύāĻŋāω āϏāĻžāωāĻĨ āĻ“ā§Ÿā§‡āϞāϏ⧇ āĻ•āϰ⧋āύāĻžāĻ­āĻžāχāϰāĻžāϏ āϏāύāĻžāĻ•ā§āϤ āϏāĻ‚āĻ–ā§āϝāĻžāϰ āφāϰ⧇āĻ•āϟāĻŋ āϰ⧇āĻ•āĻ°ā§āĻĄ

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžā§Ÿ āĻ•āϰ⧋āύāĻžāĻ­āĻžāχāϰāĻžāϏ āĻĒāϰāĻŋāĻ¸ā§āĻĨāĻŋāϤāĻŋāϰ ⧍ā§Ģ āφāĻ—āĻ¸ā§āϟ, ⧍ā§Ļ⧍⧧ āĻāϰ āφāĻĒāĻĄā§‡āϟ āĻāϟāĻŋāĨ¤

 Bondi Beach in Sydney, Wednesday, August 25, 2021.

Members of the public exercise at Bondi Beach in Sydney, Wednesday, August 25, 2021. Source: AAP Image/Bianca De March

  • নিউ সাউথ ওয়েলসে কেস সংখ্যা আবার বাড়ছে
  • তরুণ ভিক্টোরিয়ানরা কোভিড -১৯ দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত
  • ACT তার কোভিড -১৯ রেসপন্স ওয়ার্কফোর্স প্রসারিত করেছে
  • কুইন্সল্যান্ড তার হোটেল কোয়ারেন্টিন প্রোগ্রামটি স্থগিত করেছে

āύāĻŋāω āϏāĻžāωāĻĨ āĻ“āϝāĻŧ⧇āϞāϏ

রাজ্যে স্থানীয় নতুন ৯১৯ জন রোগী সনাক্ত হয়েছে, যেখানে কমপক্ষে ৩৭ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল। এছাড়া আরো দুজন মারা গেছে।

গিল্ডফোর্ড, অবার্ন, মেরিল্যান্ডস, গ্রেস্টেনেস, গ্রানভিল, পাঞ্চবোল, ইয়াগোনা এবং ব্ল্যাকটাউন এলাকাগুলোতে এখনো আক্রান্ত সংখ্যা বেশি। এদিকে, বাটাউ বে, টকলে এবং মেরিম্বুলার নর্দমা শোধনাগারগুলিতে ভাইরাসের উপাদান সনাক্ত করা হয়েছে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেরি চ্যান্ট বলেছেন, বর্তমানে নিবিড় পরিচর্যায় ১১৩ জন রয়েছেন যার মধ্যে ৯৮ জন টিকা নেননি।

ভ্যাকসিনের জন্য আজই অ্যাপয়েন্টমেন্ট করুন 

āĻ­āĻŋāĻ•ā§āĻŸā§‹āϰāĻŋāϝāĻŧāĻž

ভিক্টোরিয়া স্থানীয় ৪৫ জন নতুন রোগী রেকর্ড করেছে, যেখানে সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ২৮ জন ছিল।

স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন যে ৫৩৮ জন বর্তমান রোগীর মধ্যে অর্ধেকেরও বেশির বয়স ত্রিশের নিচে, যার মধ্যে ১১৪ জন নয় বছরের কম বয়সী।

১৬ এবং ১৭ বছর বয়সী তরুণরা ফাইজার টিকা নিতে পারবে, তবে ১৮ থেকে ৩৯ উর্দ্ধ যে কেউ এখন অ্যাস্ট্রাজেনিকা বা ফাইজার ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। তবে AstraZeneca টিকা ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য একমাত্র বিকল্প।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আর, ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋāϝāĻŧāĻžāύ āĻ•ā§āϝāĻžāĻĒāĻŋāϟāĻžāϞ āĻŸā§‡āϰāĻŋāϟāϰāĻŋ

টেরিটরিতে স্থানীয় ৯ জন নতুন রোগী রেকর্ড করা হয়েছে যা নিয়ে মোট সক্রিয় রোগী এখন ১৭৬।

স্বাস্থ্যমন্ত্রী র‍্যাচেল স্টিফেন-স্মিথ বলেছেন, টিকা সরবরাহের প্রত্যাশিত বৃদ্ধির আগে কোভিড -১৯ টিকা দেওয়ার জন্য তালিকাভুক্ত নার্স, ছাত্রী নার্স এবং মিডওয়াইফদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন , আপনি কোভিড-১৯ টিকা পাওয়ার উপযুক্ত কিনা সেজন্য দেখুন 

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋāϝāĻŧāĻž āϜ⧁āĻĄāĻŧ⧇ āĻ—āϤ ⧍ā§Ē āϘāĻŖā§āϟāĻž

হোটেল কোয়ারেন্টিন চাপের কারণে কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং ACT থেকে বুধবার ৮ সেপ্টেম্বর পর্যন্ত লোক আসা বন্ধ রাখছে।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻŽāĻŋāĻĨ (āĻ…āϤāĻŋāĻ•āĻĨāĻž)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻĢā§āϝāĻžāĻ•ā§āϟ (āĻŦāĻžāĻ¸ā§āϤāĻŦāϤāĻž)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

āĻ•ā§‹ā§ŸāĻžāϰ⧇āĻ¨ā§āϟāĻŋāύ, āĻ­ā§āϰāĻŽāĻŖ, āĻŸā§‡āĻ¸ā§āϟāĻŋāĻ‚ āĻ•ā§āϞāĻŋāύāĻŋāĻ• āĻāĻŦāĻ‚ āĻĒā§āϝāĻžāύāĻĄā§‡āĻŽāĻŋāĻ• āĻĄāĻŋāϜāĻžāĻ¸ā§āϟāĻžāϰ āĻĒ⧇āĻŽā§‡āĻ¨ā§āϟ

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 25 August 2021 1:53pm
Presented by Shahan Alam


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand