অস্ট্রেলিয়ায় বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য বয়স্ক-সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে চান লায়ন ড. ময়নুল ইসলাম

শাপলা শালুক লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট-২০১-এন-৫ এর প্রেসিডেন্ট ড. ময়নুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এগুলোর মধ্যে একটি হলো রিপ্যাট্রিয়েশন।”

শাপলা শালুক লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট-২০১-এন-৫ এর প্রেসিডেন্ট ড. ময়নুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এগুলোর মধ্যে একটি হলো রিপ্যাট্রিয়েশন।” Source: Sydney South Shapla Shaluk Lions Club

শাপলা শালুক লায়ন্স ক্লাব অস্ট্রেলিয়ার একমাত্র বাংলাদেশী লায়ন্স ক্লাব। এর কার্যক্রম নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ড. ময়নুল ইসলাম।


শাপলা শালুক লায়ন্স ক্লাব অস্ট্রেলিয়ার একমাত্র বাংলাদেশী লায়ন্স ক্লাব। গ্লোবাল লায়ন্স ফ্যামিলি LCI (Lions Club International) এবং ALF (Australian Lions Foundation) এর অংশ এটি।

আন্তর্জাতিকভাবে নিবন্ধিত ও অনুমোদিত অনুদান সংগ্রহকারী দাতব্য সংগঠন এটি। এটি কঠোরভাবে পরিচালিত হয় ATO এবং DOFT (Department of Fair Trading Australia) এর নিয়ম অনুসারে।
লায়ন্স ক্লাবের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সিডনি সাউথ শাপলা শালুক লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট: ২০১এন৫ সিডনির প্রেসিডেন্ট ড. ময়নুল ইসলাম বলেন,

“আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এগুলোর মধ্যে একটি হলো রিপ্যাট্রিয়েশন।”

“বাংলাদেশী বিভিন্ন ছাত্র বা ছাত্রী বিভিন্ন সময়ে (অস্ট্রেলিয়ায়) আসে। এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারা মৃত্যুবরণ করে। অনেকসময় তাদের কোনো আর্থিক সঙ্গতি থাকে না। তখন কমিউনিটির পক্ষ থেকে আমাদের প্রতি অ্যাপিল আসে এবং কমিউনিটিকে সঙ্গে নিয়ে আমরা কাজ করি।”

বাংলাদেশে দুঃস্থ লোকদেরকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি চিকিৎসা-খরচ যোগানোর কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

“আমরা একবার বাংলাদেশে কাপড় পাঠিয়েছি। দামী দামী কাপড়, বেনারসী শাড়ি থেকে শুরু করে ... আমাদের অনেকেই দামী দামী কাপড় কেনেন, কিন্তু সেগুলোর প্যাকেট খোলা হয় না। এগুলো সংগ্রহ করে আমরা বাংলাদেশে পাঠিয়েছি।”

সিডনিতে মাল্টি-ফেইথ ইফতারের আয়োজন করেছেন বলে জানান ড. ময়নুল ইসলাম।

“মাল্টি-ফেইথ ইফতার করেছি পর পর দুই বার। আমরা বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন ধর্মাবলম্বীকে একসাথে করেছি, করে তাদেরকে আমরা ডিনার করিয়েছি।”
অনুদান সংগ্রহের কথা বলতে গিয়ে ড. মইনুল ইসলাম অস্ট্রেলিয়ার বাংলাদেশী জনগোষ্ঠীর অনেক প্রশংসা করেন।

“আমাদের অর্থ সংগ্রহের মূল চাবিকাঠি হচ্ছে বাংলাদেশী কমিউনিটি।”

“এখানে অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি যে এত ভাল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।”

বাংলাদেশী কমিউনিটি সবসময় তাদের প্রতি আস্থা রেখেছে, বলেন তিনি।

“বাংলাদেশী কমিউনিটির প্রতি আমি সর্বদাই কৃতজ্ঞ।”

“তাদের বিশ্বাস আমরা সর্বশক্তি দিয়ে রক্ষা করবো।”

বাংলাদেশী কমিউনিটির জন্য একটি ওল্ড হোম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন তিনি।

“আমাদের ইচ্ছা আছে বাংলাদেশী কমিউনিটির জন্য ওল্ড হোম প্রতিষ্ঠা করার।”

এছাড়া, বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ হাইকমিশন-সহ অন্যান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানান।
শাপলা শালুক লায়ন্স ক্লাব: (বাম থেকে) লায়ন আরিফ মানিক, লায়ন ড. ময়নুল ইসলাম (প্রেসিডেন্ট), লায়ন ইলিয়াস চৌধুরী (সেক্রেটারি), লায়ন শফিকুল হক (ট্রেজারার)।
শাপলা শালুক লায়ন্স ক্লাব: (বাম থেকে) লায়ন আরিফ মানিক, লায়ন ড. ময়নুল ইসলাম (প্রেসিডেন্ট), লায়ন ইলিয়াস চৌধুরী (সেক্রেটারি), লায়ন শফিকুল হক (ট্রেজারার)। Source: Moinul Islam/Sydney South Shapla Shaluk Lions Club
লায়ন ড. মইনুল ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand