কোভিড-১৯ সময়ে সুপারঅ্যানুয়েশনের আগাম ব্যবহার

কোভিড-১৯ নিষেধাজ্ঞাগুলোর প্রভাবে অস্ট্রেলিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান অবসরে যাওয়ার আগেই তাদের সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে অর্থ উত্তোলন করেছেন। অর্থ-বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, সুপারঅ্যানুয়েশন অ্যাকাউন্টের অবস্থা পর্যালোচনার জন্য এটাই উৎকৃষ্ট সময়।

Piggy bank

Source: Getty Images/Peter Dazeley

হাইলাইটস

  • অস্ট্রেলিয়ান প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটির প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়টিতে অবসরে যাওয়ার আগেই ৩.১ মিলিয়ন অস্ট্রেলিয়ান তাদের সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে অর্থ উত্তোলন করেছেন।
  • যাদের ভাষা ইংরেজি নয় এ রকম ব্যক্তিদের সুপারঅ্যানুয়েশন ফান্ডে আগাম প্রবেশাধিকার পেতে ক্রমাগতভাবে টার্গেট করছে স্ক্যামাররা।
  • আগাম অ্যাকসেসের জন্য অন্যান্য শর্ত পূরণ করলে অস্থায়ী অভিবাসীরাও ২০২০-২০২১ অর্থ-বছরে তাদের সুপারঅ্যানুয়েশন ফান্ডে আগাম অ্যাকসেস পেতে পারেন।

করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৭.৫ শতাংশে উপনীত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স-এর জুলাই মাসের পরিসংখ্যান অনুসারে, ১৯৯৮ সালের নভেম্বরের পর এটাই সর্বোচ্চ কর্মহীনতার হার।

অস্ট্রেলিয়ান প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটির তথ্য-উপাত্তে দেখা যায়, আর্থিক প্রয়োজন মেটাতে গত এপ্রিল থেকে ৩.১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ইতোমধ্যে তাদের সুপারঅ্যানুয়েশন আগাম অ্যাকসেস করেছেন।

আর্থিক বিষয়ে বিভিন্ন ভাষায় বিনামূল্যে তথ্য সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণে অস্ট্রেলিয়ানদেরকে সহায়তা প্রদান করে সার্ভিসেস অস্ট্রেলিয়া।

ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সার্ভিস অফিসার জাস্টিন বট বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী অভিবাসীদের মধ্যে যারা কর্মহীন, উপযুক্ত এবং ইনকাম সাপোর্ট পেমেন্ট পাচ্ছেন, ১ জানুয়ারির পর যাদেরকে রিডানড্যান্সি দেওয়া হয়েছে কিংবা যাদের ব্যবসা, কর্মঘণ্টা কিংবা ছোট ব্যবসার লেনদেন ২০ শতাংশ হ্রাস পেয়েছে তাদেরকে করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে সুপারঅ্যানুয়েশন থেকে আগাম অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।

অস্থায়ী অভিবাসীরা একবার তাদের সুপারঅ্যানুয়েশন অ্যাকসেস পাওয়ার অনুমতি পেয়েছিলেন জুলাই মাসের আগে। আর, অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী অভিবাসীরা ২০২০-২০২১ অর্থ-বছরে আরও একবার ১০,০০০ ডলার পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

তবে, সিনিয়র সলিসিটর জেন লিউইস বলেন, কোভিড-১৯ এর আগে সুপারঅ্যানুয়েশন ফান্ড আগাম অ্যাকসেস করতে হলে যে নিয়ম ছিল, সেটা অস্থায়ী অভিবাসীদের জন্য এখনও বিদ্যমান; তবে নিউ জিল্যান্ডাররা বাদে, যারা স্থায়ীভাবে অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
Adelaide pedestrians
Adelaide pedestrians Source: AAP Image/Kelly Barnes
আর্থিক সঙ্কটে থাকা ব্যক্তিরা এবং ৫৫ বছরের বেশি বয়সীরা যারা ৩৯ সপ্তাহেরও বেশি সময় ধরে সেন্টারলিঙ্ক পেমেন্ট গ্রহণ করছেন, আগাম সুপারঅ্যানুয়েশন ফান্ডে অ্যাকসেসের ক্যাটাগরিগুলো তাদের প্রতি প্রযোজ্য হবে।

কমপ্যাশনেট গ্রাউন্ডগুলোতে জরুরি চিকিৎসার জন্য কিংবা মেডিকেল ট্রান্সপোর্টের জন্য যাদের অর্থের প্রয়োজন, যারা বাড়ি বিক্রি করে অর্থ সংগ্রহ করা ঠেকাতে চান, অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা কোনো নির্ভরশীল ব্যক্তির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট খরচ মেটানোর জন্য কিংবা নির্ভরশীল কোনো ব্যক্তির চিকিৎসার জন্য যাদের অর্থের প্রয়োজন, তারাও সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে অবসরের আগেই অর্থ উত্তোলন করতে পারবেন।

ATO অনুসারে আগে থেকে বিদ্যমান আগাম সুপারঅ্যানুয়েশন অ্যাকসেসের ক্যাটাগরিগুলো সাধারণত ১০,০০০ ডলার পর্যন্ত সীমিত। এই অগ্রীম অর্থের জন্য ট্যাক্স কাটা হয় ১৭ থেকে ২২ শতাংশ পর্যন্ত। তবে, যারা আর্থিক সংগ্রামে লিপ্ত এবং যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের ক্ষেত্রে এই ট্যাক্স কর্তন করা হয় না।

যারা আগাম অর্থ উত্তোলন করতে চান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে তাদেরকে সমস্ত বিকল্প উপায়গুলো বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

কোনো কোনো ক্ষেত্রে, তিনি বলেন, দেউলিয়া ঘোষণা করার চেয়ে সুপারঅ্যানুয়েশনের ব্যবহার মঙ্গলজনক হয়।

অ্যাসোসিয়েশন অফ সুপারঅ্যানুয়েশন ফান্ডস অফ অস্ট্রেলিয়া (ASFA) অনুসারে, কোনো ব্যক্তি বা দম্পতি, যাদের বয়স প্রায় ৬৫ বছর, তারা অবসরে গেলে সাদাসিদা জীবনযাপনের জন্য তাদের যথাক্রমে ২৭,৯০২ ডলার এবং ৪০,৩৮০ ডলার বাজেটের প্রয়োজন হয়।

তথাপি, ২০১৭-১৮ অর্থ-বছরে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স-এর পরিসংখ্যানে দেখা যায়, নারীদের জন্য সুপারঅ্যানুয়েশন অ্যাকাউন্ট ব্যালেন্সের মিডিয়ান বা মধ্যক হলো ৪৫,০০০ ডলার এবং পুরুষদের জন্য এটি ৬৫,০০০ ডলার।
Mzee wakiume afanya usafi
Mzee wakiume afanya usafi Source: Getty Images
পার্থ-ভিত্তিক ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক-এর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ড্যান হিউইট বলেন, যেহেতু অবসরকালীন অর্থায়নের জন্য বেশিরভাগ লোকের সুপারঅ্যানুয়েশন ফান্ডে বা তার বাইরে পর্যাপ্ত অর্থ নেই, তাই সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে আগাম অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিলে আপনি যখন ষাটের কোঠার মাঝামাঝি বয়সে উপনীত হবেন, তখন আপনার হাতে পর্যাপ্ত সঞ্চয় থাকবে না।

অবসরের আগে যারা তাদের সুপারঅ্যানুয়েশন ফান্ড থেকে বড় রকমের অর্থ উত্তোলন করেন, তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেন বট। তিনি বলেন, তারা হয়তো তাদের নিয়োগদাতার কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনস্যুরেন্স থেকে বঞ্চিত হবেন।

হিউইট বলেন, করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়টিতে তার ফার্মের বেশিরভাগ বয়স্ক অভিবাসী ক্লায়েন্টের আগাম উত্তোলনের অভাব দেখে তারা অত্যন্ত বিস্মিত।

অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশনের সাম্প্রতিক একটি প্রকাশনা অনুসারে, অবসর নেওয়ার সময়ে নারীদের গড় সুপারঅ্যানুয়েশন ফান্ড হলো ১৫৭,০৫০ ডলার এবং পুরুষদের হলো ২৭০,৭১০ ডলার।

তবে, অবসরের দিকে অগ্রসরমান তিন ভাগের এক ভাগ নারীর একেবারেই কোনো সুপারঅ্যানুয়েশন নেই।

গ্রিফিথ বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট লেকচারার, সুপারঅ্যানুয়েশন ও ফাইন্যান্সিয়াল প্লানার হোয়াইটলি ব্রাডফোর্ড বলেন, নারীদের সুপারঅ্যানুয়েশন ফান্ডে কম অর্থ থাকার কারণ হলো সন্তানদের কিংবা পরিবারের কোনো সদস্যের দেখাশোনা করার কারণে তারা বেশ কয়েক বছর উপার্জন করতে পারেন না।

ব্রাডফোর্ড বলেন, সরকারি কন্ট্রিবিউশন কিংবা যাদের পার্টনার আছে তাদের স্পাউসাল কন্ট্রিবিউশন-এর মাধ্যমে সুপারঅ্যানুয়েশনের সঞ্চয় বাড়ানোর কিছু উপায় রয়েছে।

তিনি লক্ষ করেন যে, ছোট ব্যবসা-মালিকেরা কিংবা স্বনিয়োজিত কর্মীরা প্রায়শই তাদের নিজেদের সুপারঅ্যানুয়েশনকে উপেক্ষা করে থাকেন।
Woman on swing in garden
Woman on swing in garden Source: Getty Images/Leren Lu
ব্রাডফোর্ড পরামর্শ দেন যে, স্বনিয়োজিত ব্যক্তিরা যেন অন্যান্য কর্মীদের মতোই ট্যাক্স এবং অবসরকালীন সুবিধার জন্য নিজেদেরকে সুপারঅ্যানুয়েশন প্রদান করেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন যে, একজন কর্মী, যার ট্যাক্স কর্তন করা হয় ৩২.৫ শতাংশ হারে, তিনি সুপারঅ্যানুয়েশনের মাধ্যমে ট্যাক্স-পূর্ব কন্ট্রিবিউশন হিসেবে ২৫,০০০ ডলার পর্যন্ত অবদান রাখতে পারেন।

আর যারা নিম্নতর ট্যাক্স রেটে রয়েছেন, যাদের বার্ষিক উপার্জন ১৮,০০০ ডলার, তারা ট্যাক্সের পর সুপারঅ্যানুয়েশনে অর্থ জমা রাখতে পারেন এবং সরকারি কো-কন্ট্রিবিউশনের জন্য উপযুক্ততা লাভ করতে পারেন।

করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে আরও একটি উদ্বেগের বিষয় হলো স্ক্যামারদের উৎপাত। তারা মানুষের সুপারঅ্যানুয়েশন ফান্ড হস্তগত করার চেষ্টা করছে। সুপার কনজ্যুমারস অস্ট্রেলিয়ার ডাইরেক্টর জেভিয়ার ও’হলারান সবার প্রতি আহ্বান জানান, এ রকম ভুয়া টেলিফোন কল এবং ইমেইলগুলো সম্পর্কে সজাগ থাকতে এবং অতন্ত সতর্কতা অবলম্বন করতে।

তিনি বলেন, এসব স্ক্যামাররা অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস কিংবা সুপারঅ্যানুয়েশন ফান্ডের মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দেয় এবং অসতর্ক লোকজনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।

২০১৯ সালে স্ক্যামওয়াচ রিপোর্ট করে যে, এর আগের বছরে নন-ইংলিশ ব্যাকগ্রাউন্ডের লোকজনকে টার্গেট করে স্ক্যামিংয়ের ঘটনা ৯০ শতাংশ বেড়েছে এবং প্রায় ১৪ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

আপনি যদি আগাম সুপারঅ্যানুয়েশন ফান্ড উত্তোলন না-ও করতে চান, বট মনে করেন, আপনার এই ফান্ড কী অবস্থায় রয়েছে তার খোঁজ রাখার দরকার রয়েছে। কারণ, বেশিরভাগ অস্ট্রেলিয়ান জানেন না তাদের সুপারঅ্যানুয়েশন ফান্ড কীভাবে পরিচালিত হয়।
Retirees playing bowls
Source: Getty Images/Hybrid Images
ডিসক্লেইমার: এই প্রতিবেদনে পরিবেশিত মন্তব্যগুলো মূলত সাধারণ পরামর্শ এবং এগুলো কারও ব্যক্তিগত পরিস্থিতির প্রতি প্রযোজ্য নয়। পরামর্শের জন্য একজন যোগ্য ফাইন্যান্সিয়াল প্লানারের সঙ্গে যোগাযোগ করুন কিংবা আর্থিক বিষয়ে পরামর্শের জন্য ফ্রি ন্যাশনাল ডেট হেল্পলাইনে কল করুন 1800 007 007 নম্বরে।

আপনার ভাষায় বিনামূল্যে আর্থিক বিষয়ে পরামর্শের জন্য সার্ভিসেস অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সার্ভিসে 131 202 নম্বরে কল করুন।

আপনার আইডেন্টিটি বা পরিচয় যদি কেউ চুরি করে তাহলে যোগাযোগ করুন এর সঙ্গে 1800 595 160 নম্বরে।

Share
Published 9 September 2020 7:41am
By Amy Chien-Yu Wang
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand