‘হোমবিল্ডার’ স্কিম মার্চ পর্যন্ত বাড়ালো ফেডারাল সরকার

অস্ট্রেলিয়ায় গৃহ-নির্মাণ ও গৃহ পুনর্নির্মাণকারীদেরকে হোমবিল্ডার স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে।

Prime Minister Scott Morrison

Prime Minister Scott Morrison Source: AAP

হোমবিল্ডার স্কিম আগামী মার্চ পর্যন্ত বর্ধিত করায় অস্ট্রেলিয়ার নির্মাণ খাতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

সরকারের হোমবিল্ডার গ্রান্টের মাধ্যমে গৃহ-নির্মাণকারী ও গৃহ-পুনর্নির্মাণকারীদেরকে আর্থিক সহায়তা করা হয়। আরও তিন মাসের জন্য এটি বাড়ানো হয়েছে। এই স্কিমের সহায়তায় এর আগে ২৭,০০০ ঘর-বাড়ি নির্মিত হবে বলে আশা করা হয়েছিল। এখন বর্ধিত সময়সীমার কারণে আরও ১৫,০০০ ঘর-বাড়ি গ্রান্ট পাবে এবং নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছে।
মিস্টার মরিসন রবিবার এক বিবৃতিতে বলেন,

“অস্ট্রেলিয়ায় আমার সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হোমবিল্ডার।”

“আমরা মানুষকে কাজে নিয়োজিত রাখছি এবং অস্ট্রেলিয়ানদের জন্য তাদের স্বপ্নের ঘর-বাড়ি তাদের নাগালের মধ্যে রাখছি।”

ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ বলেন, আবাসন খাতে প্রয়োজনীয় প্রণোদনা প্রদান করেছে হোমবিল্ডার প্রোগ্রাম।

হাউজিং মিনিস্টার মাইকেল সুকার নিশ্চিত করেছেন যে, নির্মাণ খাতের সঙ্গে আলোচনার পর আর্থিক অনুদানের পরিমাণ ২৫,০০০ ডলার থেকে কমিয়ে ১৫,০০০ ডলার করা হবে।

তবে, নতুন স্থাপনাগুলোর জন্য প্রাইস ক্যাপ বৃদ্ধি করা হয়েছে এবং নিউ সাউথ ওয়েলসে এটি ৭৫০,০০০ ডলার থেকে বাড়িয়ে ৯৫০,০০০ ডলার ও ভিক্টোরিয়ায় ৭৫০,০০০ ডলার থেকে বাড়িয়ে ৮৫০,০০০ ডলার করা হয়েছে।
লেবার দলের গৃহায়ন বিষয়ক মুখপাত্র জেসন ক্লেয়ার বলেন, এসব পরিবর্তনের ফলে সুবিধা হলেও গৃহ-নির্মাণ খাতের সঙ্কোচন বন্ধ করার জন্য এগুলো যথেষ্ট নয়।

তিনি বলেন, গত অর্থ-বছরে অস্ট্রেলিয়া জুড়ে ১৭০,০০০ ঘর-বাড়ি নির্মিত হয়েছে। আর, বর্তমান অর্থ-বছরে হাউজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অনুমান করছে যে, এই সংখ্যা কমে গিয়ে প্রায় ১৫০,০০০ এ নেমে আসবে।

ট্রেজারি থেকে ধারণা করা হচ্ছে, এ অর্থ-বছরে ১৪০,০০০ ঘর-বাড়ি নির্মিত হবে।

মিস্টার ক্লেয়ার এক বিবৃতিতে বলেন,

“ব্যবধান কমানোর জন্য হোমবিল্ডার্স স্কিমের এসব পরিবর্তন খুবই কম।”

“ট্রেডিদের কর্মসংস্থানের জন্য আরও বহু কিছু করার প্রয়োজন রয়েছে।”
Social advocacy groups say the new plan does not do enough for renters or people on low incomes.
Social advocacy groups say the new plan does not do enough for renters or people on low incomes. Source: AAP
নির্মাতা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই পদক্ষেপকে একটি “বিশাল উল্লম্ফন” বলে অভিহিত করেছে তারা।

মাস্টার বিল্ডার্স অস্ট্রেলিয়ার চিফ একজিকিউটিভ ডেনটা ওয়ান বলেন,

“এর ফলে বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধিত হবে। এর ফলে হাজার হাজার নির্মাতা এবং ট্রেডির ব্যবসা রক্ষা পাবে এবং নির্মাণ-সরবরাহ-চেইনের হাজার হাজার লোকের কাজের সুযোগ সুরক্ষিত হবে।”

হাউজিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম উলফ বলেন, এই স্কিমের সময়সীমা বাড়ানোর ফলে এই খাতে নিশ্চয়তা ও স্থায়িত্ব বাড়বে।

প্রপার্টি কাউন্সিল-এর চিফ একজিকিউটিভ কেন মরিসন বলেন, গত দুই দশকে নির্মাণ শিল্পের জন্য ফেডারাল সরকারের অন্যতম সফল প্রণোদনা হলো এই হোমবিল্ডার স্কিম।

Follow SBS Bangla on .

Share
Published 30 November 2020 3:29pm
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand