মেলবোর্নে বাংলা ব্যান্ড এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো 'লিগ্যাসি রক ফেস্টিভ্যাল'

গত ২০ আগস্ট মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিং-এর ড্রিম বিল্ডার্স মিলনায়তনে বাংলা ব্যান্ড এসোসিয়েশন, অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো লিগ্যাসি রক ফেস্টিভ্যাল। এতে অংশ নেয় মেলবোর্ন ও ব্রিসবেনের কিছু জনপ্রিয় বাংলা ব্যান্ড।

Rock 1.jpg

Bands participating in the Legacy Rock Festival are Backbencher, Big Band Theory, Subclass 573, Overdrive and Brisbane band Helsen. Credit: Bangla Band Association, Australia


লিগ্যাসি রক ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো ব্যাকবেঞ্চার, বিগ ব্যান্ড থিওরি, সাবক্লাস ৫৭৩, ওভারড্রাইভ এবং ব্রিসবেন থেকে আগত ব্যান্ড হেলসেন।

নবগঠিত বাংলা ব্যান্ড এসোসিয়েশন অস্ট্রেলিয়া, মেলবোর্ন প্রবাসী বাংলা ব্যান্ড মিউজিক ভক্তদের সংগঠন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুর রহমান সুজন।

তিনি এসবিএস বাংলাকে বলেন, 'আমাদের মূল লক্ষ হলো মেলবোর্নের বাংলা ব্যান্ডগুলোর জন্য একটি নিয়মিত চর্চা ও অনুষ্ঠানের ক্ষেত্র তৈরী করা, এবং একই সাথে নতুন প্রজন্মকে বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ড মিউজিক এবং তার সাথে জড়িত বরেণ্য শিল্পীদের সাথে পরিচিত করা এবং তাদের বাংলা গান চর্চায় উৎসাহিত করা।'
rock 2.jpg
All the artistes performed some famous and popular songs of Bengali bands as well as some English songs. Credit: Bangla Band Association, Australia
'বাংলা গান, বিশেষ করে বাংলা ব্যান্ড মিউজিকের প্রতি অকৃত্রিম ভালোবাসাই মেলবোর্নের একদল তরুণকে এই সংগঠন তৈরিতে উদ্বুদ্ধ করেছে। বাংলা ব্যান্ড এসোসিয়েশন কেবল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ব্যান্ডগুলোকে নিয়ে নিয়মিত এমন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে,' বলেন মি. সুজন।

২০ আগস্ট সন্ধ্যায় ড্রিম বিল্ডার্স মিলনায়তনে বাংলা ব্যান্ডের প্রখ্যাত শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিখ্যাত গান 'ঘুম ভাঙা শহর' দিয়ে অনুষ্ঠান শুরু করে মেলবোর্নের নতুন প্রজন্মের কিশোর গিটারিস্ট ও গায়ক অরিত্র, এবং তার সাথে ছিল আরেক কিশোর বেজ গিটারিস্ট আরি এবং তার ব্যান্ড ব্যাকবেঞ্চার। এরপর একে একে মঞ্চে আসে হেলসেন, বিগ ব্যান্ড থিওরি, সাবক্লাস ৫৭৩ এবং ওভারড্রাইভ।
rock 3.jpg
Bangla Band Association Australia is a Bengali band music fans' organization in Melbourne. Credit: Bangla Band Association, Australia

শিল্পীরা সকলেই বাংলা ব্যান্ডের বিখ্যাত এবং জনপ্রিয় কিছু গানের পাশাপাশি কিছু ইংরেজী গানও পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিন্তি এবং অর্ণব।


Share
Published 29 August 2022 11:31am
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand