সৈকতের বালিতে এসওএস লিখে উদ্ধার পেলেন হারিয়ে যাওয়া নাবিকেরা

প্রশান্ত মহাসাগরের ছোট একটি দ্বীপে পাওয়া গেছে হারিয়ে যাওয়া তিন জন নাবিককে। সৈকতের বেলাভূমিতে বড় করে উদ্ধার-আবেদন লিখেছিলেন তারা। এরপর অস্ট্রেলিয়ান ও যুক্তরাষ্ট্রের মিলিটারি ফোর্স তাদের খোঁজ পায়।

sos

The SOS message was spotted from the air by Australian and US aircraft during the search. Source: AAP

হারিয়ে যাওয়া তিন জন নাবিকের সন্ধান পাওয়া গেছে ওয়েস্টার্ন প্যাসিফিকের ছোট একটি দ্বীপে। দ্বীপটির বেলাভূমিতে তারা বড় করে এসওএস (সেভ আওর সৌল) লিখেছিলেন, যা আকাশ থেকে দৃষ্টিগোচর হয়েছিল। অস্ট্রেলিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

হারিয়ে যাওয়ার তিন দিন পর, গত রবিবার তাদেরকে পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, তারা সুস্থ আছেন।

এই নাবিকেরা যেখান থেকে রওয়ানা হয়েছিলেন সেখান থেকে ১৯০ কিলোমিটার পশ্চিমে পাইকলট আইল্যান্ডের বেলাভূমিতে উদ্ধার পাওয়ার জন্য সাহায্য চেয়ে এসওএস বার্তা লিখেছিলেন। অস্ট্রেলিয়ান এবং যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট থেকে তা নজরে পড়ে বলে বিবৃতিটিতে বলা হয়েছে।
Australian naval officers walk next to the HMAS Canberra.
Australian naval officers walk next to the HMAS Canberra. Source: AAP
তখন এইচএমএস ক্যানবেরা জাহাজটি তাদেরকে সহায়তা করতে এগিয়ে যায় এবং সমুদ্র-সৈকতে একটি হেলিকপ্টার অবতরণ করে তাদেরকে খাবার ও পানি প্রদান করে। এরপর তাদের স্বাস্থ্য ও পরিচয় পরীক্ষা করা হয়।

এই নাবিকেরা পলুওয়াট এবং পাল্যাপ অ্যাটলের মাঝে যাত্রা করেছিলেন বলে জানা গেছে। (লেগুনের চারিদিকের বলয়াকার প্রবাল-প্রাচীরকে অ্যাটল বলা হয়।) ৪২ কিলোমিটারের এই ভ্রমণের এক পর্যায়ে তারা ভিন্ন দিকে চলে যান এবং তাদের জ্বালানিও ফুরিয়ে যায়।

পাইকল্যান্ড দ্বীপটির দৈর্ঘ্য মাত্র ৪৫০ মিটার। এটি ওয়েস্টার্ন প্যাসিফিকের ক্যারোলিন দ্বীপপুঞ্জের অংশ।

একটি মাইক্রোনেশিয়ান টহল জাহাজ, এফএসএস ইনডিপেন্ডেন্স, দ্বীপটিতে যাচ্ছে তাদেরকে নিয়ে আসার জন্য।

Follow SBS Bangla on .

Share
Published 4 August 2020 10:50am
Updated 4 August 2020 11:06am
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand