নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে নতুন ১০টি করোনাভাইরাস কেইস, সংক্রমণ বাড়তে থাকায় ম্লান হয়ে যাবে এবারের নিউ ইয়ার্স ইভ উদযাপন

সিডনির নর্থার্ন বীচেস এবং মধ্য-পশ্চিম এলাকায় কোভিড ১৯ সংক্রমণ বেড়ে চলেছে, ম্লান হয়ে যাবে এবারের নিউ ইয়ার্স ইভ উদযাপন। সংক্রমণের আরো নতুন স্থান চিহ্নিত করেছে কর্তৃপক্ষ

NSW Premier Gladys Berejiklian.

NSW Premier Gladys Berejiklian. Source: AAP

নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের মধ্যে যাদের করোনাভাইরাস উপসর্গ আছে তাদের নিউ ইয়ার্স ইভ অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে ঝুঁকি না বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। সমগ্র রাজ্যে নতুন রেস্ট্রিকশন জারি করা হয়েছে। গতকাল রাজ্যটিতে ১০টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৫ নতুন কেইস এভালোন ক্লাস্টার থেকে শনাক্ত, রাজ্যের মোট সক্রিয় কেইস এখন ১৪৪।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, তিনি একরাতে নতুন সংখ্যা কমে আসায় খুশি তবে একইসাথে সতর্ক করে দিয়ে বলেন পরিস্থিতি 'খুব পরিবর্তনশীল' থেকে যাচ্ছে।

প্রিমিয়ার মাস্ক ব্যবহার বিষয়ে বলেন, "আমি আবারও আপনাদের জোর দিয়ে বলতে চাই যে, আপনারা যদি ইনডোরে থাকেন, বা নিত্য ব্যবহার্য্য জিনিস কিনতে, ধর্মীয় স্থানে যান অবশ্যই মাস্ক পড়ুন।"
প্রিমিয়ার বলেন, "যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি ভাবছি তা হচ্ছে ২০২১ সালকে স্বাগত জানাতে গিয়ে আয়োজন করা ভাইরাস বিস্তারি বড় ইভেন্টগুলো নিয়ে।"

নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় (বুধবার) ২৮,০০০ কোভিড টেস্ট করা হয়েছে, এর আগের দিন এই সংখ্যাটি ছিল ১৭,০০০।

নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার কেরি চ্যান্ট বলেন, এটা গুরুত্বপূর্ণ যে সরকার কোন অজ্ঞাত সংক্রমণের ধারা বাদ দিচ্ছে না।

তিনি লোকজনকে আহবান জানিয়ে বলছেন আপনাদের যদি মৃদুতম উপসর্গও থাকে আপনারা নিউ ইয়ার্স ইভ সমাবেশ এড়িয়ে চলুন।
তিনি বলেন, "আজকে যদি আপনার কোন উপসর্গ থাকে তবে কোন সমাবেশ বা ইভেন্টে যাবেন না, টেস্ট করিয়ে নিন এবং বিচ্ছিন্ন থাকুন।"

"আপনি ভাইরাস বিস্তার করতে পারে এমন বড় ইভেন্ট যোগ দিলে আমাদের ২০২১ সালে আরো বেশি করে জনস্বাস্থ্য ব্যবস্থা নিতে হবে।"

নিউ সাউথ ওয়েলসের জন্য সাউথ অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ করে দেয়া হয়েছে 

নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের জন্য সাউথ অস্ট্রেলিয়ার বর্ডার আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেয়া হবে, সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল আজ বৃহস্পতিবার এই ঘোষণা দেন। 

তবে আন্ত-সীমান্ত বাসিন্দাদের জন্য ১০০ কি. মি. জুড়ে একটি বাফার জোন থাকবে এবং ফিরতি বাসিন্দা এবং স্থায়ীভাবে যারা বাস করতে আসছেন এবং জরুরী কাজে ভ্রমণকারীদের জন্য ছাড় রয়েছে। যদিও তাদেরকে ১৪দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

সম্ভাব্য ইনফেকশন সাইটের সংখ্যা বাড়ছেই

নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো বেশ কিছু সম্ভাব্য সংক্রমণ স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে আছে আর্ল উড ব্র্যাড ওয়েল পার্ক আরএসএল, এখানে গত ২৮ ডিসেম্বর কেউ গিয়ে থাকলে কর্তৃপক্ষ তাকে টেস্ট করতে এবং নিজে থেকে বিচ্ছিন্ন থাকতে বলেছে। 

একই আহবান জানানো হয়েছে মাংকি ম্যানিয়া ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাব, রোডস প্রাইস লাইন ফার্মেসী এবং ব্যাস হিল প্লাজার হেয়ার সেলুন, নেইল সেলুন, স্পোর্টস ক্লাবগুলোতে যাতায়াতকারীদের।
এদিকে নিউ ইয়ার্স ইভে সিডনির ঐতিহ্যবাহী ফায়ার ওয়ার্কস দর্শন থেকে সিডনিবাসীরা বঞ্চিত হতে পারেন, কারণ হারবারের বিরাট এলাকায় যাতায়াত বন্ধ রাখা হয়েছে, সেখানে সৈকতের জায়গায় বেড়া দিয়ে বন্ধ রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania

আরও দেখুনঃ


 

 


Share
Published 31 December 2020 4:42pm
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand