Feature

সাদিয়া জিতলেন গোলাপ পুরষ্কার

অনেকটা খামখেয়ালিই ছিল তার! নয়ত জুটতে পারত প্রথম পুরষ্কার। ফুল ভালোবাসেন বলেই হয়ত বাগান করাতে তার বিশাল আনন্দ।

Rose

Bangladeshi expatriate Sadia Khan wins the second prize in 'Victoria State Rose & Garden Show Competition' on 11 November, 2018. Source: Supplied

গেলো সাপ্তাহিক বন্ধের দু'দিন মেলবোর্নের উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে অনুষ্ঠিত হয়ে গেল 'ভিক্টোরিয়া স্টেট রোজ এন্ড গার্ডন শো'। ফুলপ্রেমী যারা গোলাপ ভালোবাসেন তাদের জন্য বছরে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ভিক্টোরিয়া স্টেট রোজ গার্ডেন কর্তৃপক্ষ। 

প্রদর্শনী উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজনও করা হয় ফেইসবুকে। যেখানে অংশ নেন প্রায় ৯৫ জন প্রতিযোগি। 

প্রাপ্তবয়ষ্ক অস্ট্রেলিয়ান নাগরিক, যিনি কিনা উইন্ডহ্যাম কাউন্সিলে বসবাস করছেন কেবল তারাই অংশ নিতে পেরেছেন এ প্রতিযোগিতায়। পাশাপাশি লিখে পাঠাতে হয়েছে, কেনো গোলাপ ভালোবাসেন? দিতে হয়েছে গোলাপ ফুলের ছবি।
Rose.
প্রতিযোগিতায় দেয়া সাদিয়া খানের ছবি। Source: Facebook
শখের বসেই প্রতিযোগিতায় অংশ নেন মেলবোর্ন প্রবাসী বাংলাদেশী সাদিয়া খান। কিন্তু খামখেয়ালি করে জমা দেন মাত্র একটি ছবি। পদক জিতবেন এমনটা আশা নয়। যেহেতু ফুল ভালোবাসেন তাই এমন প্রতিযোগিতায় নিজের অংশ নেয়াতেই ভালোলাগা খুঁজে পান। 

সাদিয়াকে অবাক করে দিয়ে গেলো ৭ নভেম্বর শুভেচ্ছা ই-মেইল পাঠায় উইন্ডহ্যাম কাউন্সিল। জানায় দ্বিতীয় হয়েছেন তিনি।

আর যিনি পেয়েছেন প্রথম পুরষ্কার, আবেদনে তিনি দিয়েছেন গোলাপ আর আর তার বাগানের অসংখ্য ছবি। এমনটা করতে পারতেন সাদিয়াও।

"প্রথমে অবাক হয়েছিলাম, ভালোও লাগছিল। প্রতিযোগিতায় অংশ নিয়েছি কাউকে বলিনি। ই-মেইল পাওয়ার পর সবাইকে জানাই," বলেছেন সাদিয়া খান।
গোলাপ
Source: Supplied
"পুরষ্কারস্বরূপ তারা আমাকে আরো দু'টো গোলাপ গাছ দিয়েছে। সাথে দিয়েছে গোলাপ গাছের যত্ন নেয়ার প্রয়োজনীয় জিনিসপত্রের একটি ব্যাগ।"

"বাবা- মা বাগান করতে ভালোবাসতেন। তাদের কাছ থেকেই ভালোলাগার শুরু। আমার উইন্ডহ্যামের বাড়িতে মোট পাঁচটি গোলাপ গাছ আছে। তার মধ্যে একটি সাত ফুট আরেকটি পাঁচ ফুট লম্বা," জানালেন সাদিয়া। 

এসবিএস বাংলার সাথে কথোপকথনের সময় সাদিয়া খান ছিলেন ফুল বাজারে। খুঁজছিলেন তার নতুন পাওয়া গোলাপ গাছগুলোর জন্য 'বেড়া' জাতীয় কিছু। কারণ পুরষ্কার পাওয়া গোলাপ গাছগুলোর পরিচিতি 'ক্লাইমভিং রোজ' নামে।

Share
Published 13 November 2018 11:15am
Updated 13 November 2018 12:02pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand