ভারত ত্যাগের নির্দেশ পাওয়া বাংলাদেশী ছাত্রীকে আইনি সহায়তা দেওয়ার উপায় খুঁজছেন শিক্ষকরা

ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বাংলাদেশি শিক্ষার্থী আফসারা আনিকা মিমকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ধারণা করা হচ্ছে ভারতের বিতর্কিত সিএএ-বিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার কারণেই তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনিকা যাতে আইনি সহায়তা পান, এজন্য উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

People shout slogans during a demonstration against India's new citizenship law in New Delhi on 19 December 2019.

বাংলাদেশি শিক্ষার্থী আফসারা আনিকা মিম সিএএ-বিরোধী (নাগরিকত্ব সংশোধনী আইন) কিছু ছবি কৌতুহলবশত ফেসবুকে পোস্ট করেছিলেন (Image: Representational) Source: AAP

ভারতীয় বাংলা খবরে বলা হয়, বুধবার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (‌এফআরআরও)‌ থেকে এই নির্দেশ আসে। বাংলাদেশি শিক্ষার্থী আফসারা আনিকা মিম বিশ্বভারতীর কলাভবনের অধীন ব্যাচেলর অব ডিজাইন বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী।

ভারতীয় সংবাদ মাধ্যম 'কে আনিকা বলেন, সম্প্রতি তিনি সিএএ-বিরোধী (নাগরিকত্ব সংশোধনী আইন) কিছু ছবি কৌতুহলবশত ফেসবুকে পোস্ট করেছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হয়।

মিম বলেন, ‘যখন আমি বুঝতে পারি যে, এ নিয়ে কিছু মানুষ আমাকে নিয়ে ব্যঙ্গ করছে, তখনই আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট অচল করে দেই। আমি সত্যিই নির্দোষ।’

এদিকে বিশ্বভারতীয় শিক্ষক ও শিক্ষার্থীদের ধারণা, আফসারা আনিকা মিমের বিরুদ্ধে কেউ একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল। এরপরই এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে আফসার মিমের ভারত ছাড়ার নির্দেশে বিশ্বভারতীর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর বন্ধুদের বক্তব্য, এরকম একটি বিক্ষোভের সময় আফসারা কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।

খবরে বলা হয়, বিশ্বভারতীর শিক্ষক-শিক্ষার্থীরা ওই ছাত্রীকে আইনি সহায়তার পাশাপাশি নৈতিক সমর্থন দিচ্ছেন।  তার শিক্ষকদের একাংশ কলকাতার সিনিয়র আইনজীবীদের সাথে যোগাযোগ করে এই নির্দেশের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন। 

হাই কোর্টের আইনজীবী শামীম আহমেদের বলেছেন, "মেয়েটি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি পোস্ট করেছিল, সে ভিত্তিতে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়। "

তিনি বলেন, আফসারার ভারত ত্যাগের নির্দেশ আইনগতভাবে মোকাবেলা করা যাবে, কারণ সে কোন 'সরকারবিরোধী কর্মকান্ডে' যুক্ত ছিল এমন কোন প্রমান নেই। 

"আমি তাকে আইনি সহায়তা দেব।"

বাংলাদেশী ছাত্রী আফসারা আনিকা মিম বাংলাদেশের কুষ্টিয়া থেকে ২০১৮ সালে ভারতে পড়তে যান।  তিনি বিশ্বভারতীর ফাইন আর্টস বিভাগে  ব্যাচেলর অফ ডিজাইন কোর্স করছেন। 

আরো পড়ুন:



Share
Published 28 February 2020 11:22am
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand