বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১ মিলিয়ন ছাড়িয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে

সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ১ মিলিয়ন ছাড়িয়ে গেলো। জন হপকিন্স ইউনিভার্সিটি সূত্রে জানা যায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ২ শত ৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

India’s total coronavirus caseload is closing in on the United States’ highest tally of more than 6.6 million cases and expected to surpass it within weeks.

Source: TazaaKhabar / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/4.0)

করোনাভাইরাসে সারাবিশ্বে মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ১ মিলিয়নেরও বেশি। হিসেবে এপর্যন্ত (২৯ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭.৩০ AEST) এই ভাইরাসে মোট মারা গেছে ১,০০২,২৯৬ জন, মোট আক্রান্ত ৩৩,৩৮৪,১৫৩ জন। 

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দেশটিতে ভাইরাসে মারা গেছেন ২০৫,০৮৫ জন। মৃতের সংখ্যায় এরপরেই অবস্থান ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং ব্রিটেন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। 

এছাড়া বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৬ জন।

এ নিয়ে বাংলাদেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

ভাইরাসে প্রকৃত মত্যু ও শনাক্তের সংখ্যা আরো বেশি হতে পারে

এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডঃ মাইক রায়ান বলেছেন, ভাইরাসে প্রকৃত মত্যু ও শনাক্তের সংখ্যা আরো বেশি হতে পারে। 

তিনি বলেন, "আপনি যখন কিছু গণনা করবেন কখনোই তা সঠিকভাবে করতে পারবেন না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বর্তমানে যে করোনাভাইরাসে (আক্রান্ত ও মৃত) সংখ্যা দেখছি তা প্রকৃত সংখ্যার চেয়ে কম।" 

উল্লেখ্য যে, COVID 19 কেস নিয়ে গণমাধ্যমগুলোতে প্রায়ই এমন রিপোর্ট দেখা যায় যে অনেক দেশ এই সংখ্যা লুকিয়ে দেখিয়েছে, বিশেষ করে উন্নয়নশীল এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর দেশগুলোতে।  

বাংলাদেশের গণমাধ্যমেগুলোতেও করোনাভাইরাসে উপসর্গ নিয়ে অনেকের মৃত্যুর খবর এসেছে, তাদের অনেকেরই কোন টেস্ট হয়নি। তাই এসব ক্ষেত্রে কখনোই জানা সম্ভব হয় না ওই ব্যক্তিরা আদৌ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন কিনা।

অস্ট্রেলিয়ার সর্বশেষ ভাইরাস পরিস্থিতি  

অস্ট্রেলিয়ায় গত ২২ জানুয়ারি থেকে এপর্যন্ত ২৭,০৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং মারা গেছে ৮৮২ জন, সুস্থ হয়েছে ২৪,৫৮৩ জন। 

গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ভিক্টোরিয়ায় নতুন মৃত ৭ জন, শনাক্ত হয়েছে ১০ জন।   

গতকাল সোমবার রাজ্যটিতে প্রায় ৮,০০০ ব্যক্তির টেস্ট সম্পন্ন হয়েছে, এরপরেও রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ ভিক্টোরিয়ানদের আরো টেস্টের আহবান জানাচ্ছে। 

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেছেন, আগামী মধ্য অক্টোবরের পর তার রাজ্য লকডাউন তুলে দিতে প্রস্তুত, তবে এটা নির্ভর করবার শনাক্তের সংখ্যা কেমন কমেছে।  

রাজ্যটিতে ভাইরাসে মোট মৃত এ পর্যন্ত ৭৯৪ এবং পুরো অস্ট্রেলিয়ায় মোট মৃতের সংখ্যা ৮৮২। 

অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘণ্টায় ২ জন শনাক্ত হয়েছেন, তবে তারা হোটেল কোয়ারেনটিনে ছিলেন। রাজ্যটিতে গড় চারদিন ধরে স্থানীয়ভাবে কেউ সংক্রমিত হননি। 

অস্ট্রেলিয়ায় প্রত্যেককে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যের বিধিনিষেধগুলো দেখুন। আপনি যদি ঠাণ্ডা বা ফ্লুয়ের মত উপসর্গ অনুভব করেন তাহলে চিকিৎসককে ফোন দিন অথবা করোনা ভাইরাস হেলথ ইনফর্মেশন হট লাইন ১৮০০০২০০৮০ এই নাম্বারে ফোন দিন। এ সংক্রান্ত আরও খবর ও তথ্য আপনার ভাষায় জানতে ভিজিট করুনঃ

আরও পড়ুনঃ 

Share
Published 29 September 2020 8:56pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand