ভিক্টোরিয়ার বাংলাদেশী কমুনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে আগামী ২২শে ফেব্রুয়ারি, ২০২০ ভিক্টোরিয়ার বাংলাদেশী কমিউনিটি উদ্যোগ নিয়েছে। আয়োজকরা বলেছেন, আগামী প্রজন্মের কাছে বৃহত্তর পরিসরে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতেই তাদের এই প্রচেষ্টা।

International Mother Language Day

International Mother Language Day Source: SBS Network

২১শে ফেব্রুয়ারি বাঙালির এক বিশেষ দিন। এদিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলাদেশের ছাত্র-জনতা। সেদিন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকরা। আর তাদের রক্তের বিনিময়ে পাকিস্তানী শাসকগোষ্ঠী  বাধ্য হয়েছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে।
Bangladeshi Community in Melbourne
২১শে ফেব্রুয়ারি বাঙালির এক বিশেষ দিন Source: VBCF/Facebook
উল্লেখ্য যে, বাংলাভাষী জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় ভাষা শহীদদের স্মরণে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো) একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা দেয়। এরপর ২০০০ সাল থেকে পালিত হয়ে আসছে দিবসটি।

সারাবিশ্বে যেখানেই বাঙালিরা আছেন সেখানেই পালিত হয়ে থাকে একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (VBCF ) প্রতিবারের মত এবারও পালন করবে দিবসটি। দিবসটি উপলক্ষে সকাল ১১টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
Bangladeshi Community in Melbourne
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (VBCF) প্রতিবারের মত এবারও পালন করবে দিবসটি Source: VBCF/Facebook
অনুষ্ঠানের সমন্বয়কারী নুরুল ইসলাম খান মানিক জানান, " দিনের শুরুতে থাকবে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফিল্মস, বইমেলা, খাবারের স্টল, শিশুদের জন্য ফেস পেইন্টিং, চিত্রকর্ম, এবং আবৃতি। অনুষ্ঠানে অন্যান্য কমিউনিটি থেকেও বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবে।"

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিক্টোরিয়া রাজ্যের মিনিস্টার ফর ইকোনমিক ডেভলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, টিম পালাস এমপি'র উপস্থিত থাকার কথা রয়েছে।
International Mother Language Day
গত বছর অনুষ্ঠানে অন্যান্য কমিউনিটি থেকেও বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে Source: VBCF/Facebook
দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইউসুফ আলি বলেন, "অস্ট্রেলিয়া বহু ভাষা-সংস্কৃতির বৈচিত্র্যে পূর্ণ একটি দেশ, সকল কমুউনিটির মধ্যে এই বিষয়টি তুলে ধরা, নেটওয়ার্কিং এবং বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনে উৎসাহিত করাই তাদের উদ্দেশ্য।"

আয়োজকরা আশা করছেন দিবসটি পালনের মধ্যে দিয়ে অন্যান্য ভাষাভিত্তিক কমিউনিটি বাঙালির বাংলাভাষা রক্ষার বেদনাদায়ক ইতিহাস এবং আত্মত্যাগের কথা জানতে পারবে। অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী শনিবার, ২২শে ফারুয়ারি মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ের এনকোর ইভেন্টস সেন্টারে।

আরো পড়ুন: 

Share
Published 31 January 2020 5:48pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand