বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এডিলেইডে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল উদযাপন

গত শনিবার ১৪ ডিসেম্বর সাউথ অস্ট্রেলিয়ার এডেলেইডের মেমোরিয়াল গার্ডেন, প্রসপেক্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন-সাবকা (SABCA) আয়োজিত মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। প্রবাসী বাংলাদেশিসহ এতে বিপুল সংখ্যক লোকসমাগম ঘটে।

Bangladeshi Community in Adelaide

সাংকৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিশুদের পরিবেশিত নৃত্য Source: Supplied

সাবকার চেয়ারপারসন মোহাম্মদ তারিক জানান, "এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল ইনক্লুশন, বহুসংস্কৃতির প্রসার, আমাদের পরবর্তী প্রজন্ম এবং বৃহত্তর অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের কাছে সত্য ইতিহাস এবং সংস্কৃতি উপস্থাপন করে বিস্তৃত সম্প্রদায়কে সাবকাতে স্বাগত জানানো এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন।"

অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি ১০টি স্টল, ৪টি খাবারের স্টল, এবং রাইড ছিলো যেখানে আগত দর্শকরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ করেছেন।
Bangladeshi Community in Adelaide
Ngarrindjeri elder Major Sumner Source: Supplied
Ngarrindjeri এল্ডার এবং বিশ্বখ্যাত শিল্পী, অভিনয়শিল্পী এবং সাংস্কৃতিক রাষ্ট্রদূত মেজর সুমনার ও তাল-কিন জেরি নৃত্য গোষ্ঠী দেশিয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে।

পারফর্মারদের মধ্যে নেপালি পাঠশালা - অ্যাডিলেড, নেপালি স্কুল অফ অ্যাডিলেড, ন্যাশনস অফ দ্য প্যাসিফিক আইল্যান্ডস (৪ টি দেশ), ডাইভারসিটি মিউজিক কালেক্টিভ, ম্যাসেডোনিয়ান কমিউনিটি অফ সাউথ অস্ট্রেলিয়া, বেলি ডান্স ইলিসিয়াম, সাউথ অস্ট্রেলিয়ান ডান্স গ্রুপ, স্লাভা ইউক্রেনীয় কালচারাল সেন্টার ইনক এবং বাংলাদেশি শিশুরা যাদের পরিবেশিত নৃত্য ও সঙ্গীত ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।এই সাংকৃতিক অনুষ্ঠানের বাংলাদেশি পারফর্মাররা হলেন শ্রুতি তমা, তনুশ্রী কর্মকার, মুনিরা হুসেন, রত্না সাহা, সুখেন কর্মকার, শ্রদ্ধেয় রুনি খালা এবং বাংলা ব্যান্ড ক্রিস্টি।
Bangladeshi Community in Adelaide
বাংলাদেশের বিজয় দিবস উদযাপন; দেশিয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন Source: Supplied
সংগীতশিল্পী লিপন সাহা এবং বাংলাগানের পরিপূর্ণতা ও বিশুদ্ধতার জন্য খ্যাত ফয়সাল কে চৌধুরীর পরিবেশনা ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

অনুষ্ঠানে শারমিন কাজী, ফয়সাল কে চৌধুরী, মাহজাবিন তনিমা এবং বিভা জামান তাদের অসামান্য উপস্থাপনা এবং স্মার্ট টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে শ্রোতাদের মন ছুঁয়েছেন।
Bangladeshi Community in Adelaide
বাংলাদেশের বিজয় দিবস উদযাপন Source: Supplied
সাবকার উপদেষ্টা আবুল হোসেন উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন, চেয়ারপারসন মোহাম্মদ তারিক অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান। আনুষ্ঠানিক কার্যক্রমে যোগদান করেন সিটি অফ প্রসপেক্টের মেয়র ডেভিড ও’লাফলিন এবং অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর সাউথ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার জিং লি এমএলসি।
Bangladeshi Community in Adelaide
বাংলাদেশের বিজয় দিবস উদযাপন Source: Supplied
সাবকার কার্য্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বিশেষ করে আসাদুজ্জামান, ডাঃ আনিস, আজমল এইচ পাপ্পু, তাজ হোসেন ও অনিক সিকদার, সাবকার উপদেষ্টাবৃন্দ, সংগীতজ্ঞ, বাংলাদেশ কমিউনিটি স্কুল শিক্ষকবৃন্দ, মঞ্চ সাজসজ্জায় মিসেস ফারহানা এবং আহসানুল হক (দিপু) এবং বাংলাদেশী কমুনিটির স্বেচ্ছাসেবকবৃন্দ এই অনুষ্ঠানটি স্বার্থক করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন।
Bangladeshi Community in Adelaide
বাংলাদেশের বিজয় দিবস উদযাপন Source: Supplied
অনুষ্ঠানটির প্রধান স্পনসর ছিল সিটি অব প্রসপেক্ট এবং গভর্নমেন্ট অফ সাউথ অস্ট্রেলিয়া; এছাড়া অন্যান্য স্পনসরদের মধ্যে ছিল প্রিয়া বাংলা ক্যাটারিং অ্যান্ড বার্নাকেল বিল, সেফটন পার্ক, নান তন্দুরি, সিম্পল ডিভাইন এবং এসএ টর্নেডো পটাটো।

আরো পড়ুনঃ 

Share
Published 20 December 2019 11:16am
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand