ওপিওয়েড ব্যবহারে রোগীদের সচেতনতার অভাব, স্বাস্থ্যকর্মীদের উদ্বেগ

Concern about the unintended effects of prescribed opioids has prompted the government to launch a new community safety campaign.

Concern about the unintended effects of prescribed opioids has prompted the government to launch a new community safety campaign. Source: AP

প্রায়শই ওষুধের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতনতার অভাবে অস্ট্রেলিয়ায় প্রতিদিন প্রায় দেড়শো লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রেসক্রাইব করা এই ওপিওয়েড ব্যবহারের প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে সরকার নতুন একটি কমিউনিটি সেফটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।


ওপিওয়েড হচ্ছে আফিম থেকে প্রাপ্ত এক ধরণের মরফিন জাতীয় ওষুধ যা তীব্র ব্যাথার জন্য ডাক্তাররা রোগীদের প্রেস্ক্রাইব করেন।

জাতীয় প্রেসক্রাইবিং সার্ভিস, যা এনপিএস মেডিসিনওয়াইজ নামেও পরিচিত, ফার্মাসিউটিক্যাল ওপিওয়েড ব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে, তারা রোগীদের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করার জন্য একটি গাইড প্রকাশ করতে বলেছে।

২০১৭ সালের সর্বশেষ তথ্যের সাথে অস্ট্রেলিয়ায় ওষুধ সম্পর্কিত মৃত্যুর হার বেড়েই চলেছে, এখানে দেখানো হয়েছে যে ড্রাগের সাথে জড়িত ১৬০০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার ৮৫ শতাংশ ওপিওয়েড ব্যবহারের কারণে।

ডঃ মেরেডিথ ক্রেগি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কলেজ অফ এনেস্থেটিস্টসের ফ্যাকাল্টি অফ পেইন মেডিসিনের ডিন। তিনি বলেন যে, অন্যান্য ওষুধের সাথে মিলিত হলে, ওপিওয়েডগুলি মারাত্মক হতে পারে, বিশেষ করে যখন ঘুমের ওষুধের সাথে মিশ্রিত হয়।

"আমরা চাই ওপিওয়েড ব্যবহারের ঝুঁকি সম্পর্কে মানুষ জানুক; কিন্তু তারা যদি তাদের প্রচন্ড ব্যাথা নিরাময়ে দায়িত্বের সাথে ওপিওয়েড ব্যবহার করে তবে তা ভালো কাজ করবে।" 

উদ্বেগের বিষয় হচ্ছে যে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার সময় রোগীরা পেইন ম্যানেজমেন্ট প্ল্যান সম্পর্কে ভালো ধারণা পায় না - কিছু রোগীকে কেবল প্রয়োজন অনুযায়ী ওপিওয়েড গ্রহণ করতে বলা হয়।

ডাঃ ক্রেগি বলেন, এখন হাসপাতালের কর্মীরা দুই পৃষ্ঠার গাইডের মাধ্যমে রোগীদের জানাবেন ব্যথা নিরাময়ে ওপওয়েড ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে, স্বল্পমেয়াদে ব্যথার জন্য কীভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে অবহিত করা হবে, পাশাপাশি ওষুধের ওপর নির্ভরতার ঝুঁকি ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হবে।

কুইন্সল্যান্ড ক্লিনিকাল সিনেটের পরামর্শে কুইন্সল্যান্ড ওপিওয়েড স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম এবং সোসাইটি অফ হসপিটাল ফার্মাসিস্টস (এসএইচপিএ)-এর সহায়তায় গাইডটি তৈরি করা হয়েছে।

হাসপাতালের ফার্মাসিস্টরা রোগীদের অবহিত করতে বিশেষ ভূমিকা পালন করে, বিশেষত যখন তাদের প্রথম ওষুধটি দেওয়া হয়।

ক্রিস্টিন মাইকেলস, এই ​​সোসাইটির চিফ এক্সিকিউটিভ। তিনি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকির মত একটি সচেতনতামূলক প্রচার দেখতে চান, লোকজনকে ওপিওয়েড ওষুধের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করছেন।

"অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের সমস্যা ছিল। আমরা জানি যে এই সমস্যা কেবল অস্ট্রেলিয়ার নয়, এটা বৈশ্বিক। এজন্য অনেক বছর আগে, আমরা অ্যান্টি-মাইক্রোবায়াল স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং হাসপাতালে এই ওষুধগুলি পর্যবেক্ষণ করার দায়িত্ব ছিল একজনের, এজন্য যে রোগীরা হাসপাতাল ছেড়ে যাওয়ার পরে কী ঘটে। আমরা এখন বলছি একইভাবে ওপিওয়েড স্টুয়ার্ডশিপ প্রোগ্রামও অনুরূপ কাজ করবে।"

তবে মেডিকেল বিশেষজ্ঞরা হঠাৎ করে ওপিওয়েড ওষুধ বন্ধ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে রোগীদের চিকিৎসাও চালাতে হবে, পাশাপাশি ওপিওয়েড ব্যবহার হ্রাস করার জন্য একটি পরিকল্পনা প্রয়োজন হবে।

ডাঃ রবিন লিন্ডার এনপিএস মেডিসিনওয়াইজ-এর সাথে রয়েছেন। তিনি বলেন, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্ভরতা যে কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

"রোগীরা প্রায়শই প্রেসক্রাইব করা ওপিওয়েড ব্যবহার করে ভেবে থাকেন তারা এতে আসক্ত হবেন না। এক্ষেত্রে রোগীদের সচেতন হওয়া সত্যই গুরুত্বপূর্ণ যে এটি পার্শ্ব-প্রতিক্রিয়া সৃষ্টি করে কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এজন্য তাদের ওপিওয়েড ব্যবহার এবং এর ঝুঁকি সম্পর্কে আরও ভালভাবে অবহিত থাকা জরুরি।"

ওপিওয়েডের ব্যবহার আন্তর্জাতিকভাবে মানুষের নজরে এসেছে।

একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী তথ্য অনুযায়ী ১৯৯৭ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ৪০০,০০০ ওপিওয়েড ওভারডোজের কারণে মৃত্যু ঘটেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ সংক্রান্ত বহু মিলিয়ন মিলিয়ন ডলারের মামলা চলমান রয়েছে।ওকলাহোমার একটি আদালত এই বছরের শুরুর দিকে জনসন এবং জনসন এবং তার সহযোগী সংস্থাগুলিকে সমস্যার সমাধানের জন্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ৮৪৫ মিলিয়ন ডলার প্রদান করার আদেশ দিয়েছিল।

পুরো প্রতিবেদনটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand