বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের ফিরিয়ে আনতে আরো ফ্লাইটের ব্যবস্থা, অস্ট্রেলিয়ান ওপেনের এথলেটরা কোয়ারেন্টিনে

Australian Stranded overseas (Image representational only)

Australian Stranded overseas (Image representational only) Source: ABCNews

দুবাই ভিত্তিক এয়ারলাইন এমিরেটস অস্ট্রেলিয়ার ইস্টকোস্টে ফ্লাইট বাতিল করে দেয়ার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া সরকার বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের ফিরিয়ে আনতে আরো ফ্লাইটের ব্যবস্থা করেছে। 


বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের ফিরিয়ে আনতে আরো অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়া সরকার, এদিকে কোভিড ১৯ কেইস সারা বিশ্বে ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। 

অন্তত ২০টি নতুন ফ্লাইটের ব্যবস্থা করার ঘোষণা দেয়া হয়েছে, এতে ৪০,০০০ বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।  

কিন্তু রায়ান সীমস নামে একজন ব্যক্তি যিনি পোল্যান্ডে আটকে পড়েছেন, তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকার খুব ধীরে কাজ করছে। 

এই ঘোষণাটি তখনি এলো যখন গত সপ্তাহে ন্যাশনাল কেবিনেট (জাতীয় মন্ত্রিসভা) সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্তর্জাতিক যাত্রীদের আগমন আগামী ফেব্রুয়ারী পর্যন্ত শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে দেবে। 

ফেডারেল সরকার বলেছে যে তারা অন্তত ৯০টি ফ্লাইটের ব্যবস্থা করে ৪৪৬,০০০ অস্ট্রেলিয়ানদের ঘরে ফেরাতে পেরেছে।  

এদিকে দুবাই-ভিত্তিক এয়ারলাইন এমিরেটস হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার ইস্ট-কোস্টে তাদের ফ্লাইট স্থগিত রাখে, তাদের ভাষায় অপারেশনাল কারণে। 

কিন্তু ইয়াসির মাহমুদ এবং তার স্ত্রী পাকিস্তানে আটকে পড়েছেন, আর এমিরেটসের ফ্লাইট বাতিল হওয়ার মানে হচ্ছে তাদের অস্ট্রেলিয়ায় আসা আরো অনিশ্চিত হয় পড়লো, কারণ এমিরেটসই হচ্ছে একমাত্র এয়ারলাইন যেটি অস্ট্রেলিয়ায় চলাচল করতো। 

এবং ব্রিসবেনের বাসিন্দা মিঃ সীমস বলেন, বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের জন্য পেনডেমিকের এই সময়ে ফ্লাইট বাতিল হয়ে যাওয়াটা অস্বাভাবিক না, তবে নিজের বিষয়ে তিনি অনিশ্চয়তায় পড়েছেন।

ফেডারেল সরকার এখনো বিস্তারিত কিছু জানায়নি প্রত্যাবর্তনের জন্য ফ্লাইটগুলো কোন কোন দেশে যাবে। 

এক্টিং ফরেইন মিনিস্টার সাইমন বার্মিংহাম বলেন, যাদের খুবই প্রয়োজন তাদের বিষয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ৭২ জন অস্ট্রেলিয়ান ওপেন টেনিস খেলোয়াড় মেলবোর্নের একটি হোটেলে খুবই কঠোরভাবে নিয়ন্ত্রিত কোয়ারেন্টিনে আছে।  তারা যে ফ্লাইটে উঠেছিলেন সেখানে টেনিস প্লেয়ার নন এমন একজন যাত্রী এবং একজন ফ্লাইট ক্রুয়ের কোভিড ১৯ কেইস শনাক্ত হয়েছে।   

১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে ওই প্লেয়াররা তাদের হোটেল রুমে অবস্থান করবেন, তারা কেউই তাদের নির্ধারিত ৫ ঘন্টার দৈনিক ট্রেনিং সেশনে অংশ নিতে পারবেন না।  

মেক্সিকান খেলোয়াড় সান্টিয়াগো গনজালেস একটি সোশ্যাল মিডিয়াতে এই খবরটি প্রকাশ করেছেন এবং ইনস্টাগ্রামে তার হতাশা ব্যক্ত করেছেন। 

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে  ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: 

আরও দেখুনঃ 

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand