বাংলাদেশে অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকমের প্রয়াণ; যা বললেন তাঁর স্ত্রী হালিমা

Elderly Person

An elderly woman's hands, in Poole, Dorset. PRESS ASSOCIATION Photo. (Picture representational) Credit: Yui Mok/PA/Alamy

দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশের খুলনায় বাস করা অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী ম্যালকম কেইথ আরনল্ড মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ২৪ জানুয়ারি বুধবার ভোর ৬টার দিকে সোনাডাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে তিনি মারা যান। এই চিত্রশিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একসময় সময় স্বচ্ছল থাকলেও তাঁর শেষ দিনগুলো কেটেছে সীমিত চিকিৎসা এবং আর্থিক অনটনের মধ্য দিয়ে।


ম্যালকম কেইথ আরনল্ড ২০০৪ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মেয়ে হালিমা বেগমকে ভালোবেসে বিয়ে করেন। এরপর থেকে তিনি খুলনায় বসবাস করতে শুরু করেন।

হালিমা বেগম এসবিএস বাংলাকে জানান, মোংলায় ওয়ার্ল্ড ভিশনে কাজ করতেন তিনি। হালিমার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে। ২০০১ সালে ম্যালকম মোংলায় এলে তার সঙ্গে পরিচয় হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ম্যালকমকে চিঠি পাঠান।

২০০৩ সালে বাংলাদেশে এসে হালিমার চিকিৎসা করান ম্যালকম। এরপর ম্যালকম তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০০৪ সালের ৮ ফেব্রয়ারি তারা বিয়ে করেন।

ম্যালকম কেইথ আরনল্ড ২০১৮ সালে প্রথম স্ট্রোকে আক্রান্ত হন। সেই থেকে ম্যালকম অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন।

হালিমা বেগম কথা বলেছেন, এসবিএস বাংলা সঙ্গে। তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের ঢাকা প্রতিনিধি আলি হাবিব।

তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরও শুনুন
Bangla_290722_Malcom and Halima.mp3 image

বাংলাদেশে চরম অর্থকষ্টে প্রবীণ অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী ম্যালকম, স্ত্রীকে রেখে ফিরতে চান না অস্ট্রেলিয়ায়

SBS Bangla

03/08/202210:54
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে; এখন থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 



Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand