বাংলাদেশের সাম্প্রতিক খবর, ২৩ জুলাই, ২০২২

A Dhaka University student raises his chained hands during a lone protest at the Kamlapur Railway Station in Dhaka, Bangladesh, 15 July 2022.

A Dhaka University student raises his chained hands during a lone protest at the Kamlapur Railway Station in Dhaka, Bangladesh, 15 July 2022. Source: AAP, EPA

বাংলাদেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ সঙ্কটসহ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি, সরকার নয়, বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিএনপি সংলাপে যায়নি, সরকার পরির্তন ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে কোনো সংলাপ হবে না জানিয়ে দিয়েছেন মির্জা আব্বাস, বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রিতে অবহেলার দায়ে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে নিহতদের ‘অপরাধী’ আখ্যায়িত করেছেন বিএসএফ মহাপরিচালক, বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


১. পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন।

২.
বিদ্যুৎ সঙ্কটসহ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সরকার ‘সর্ষে ফুল’ দেখবে। মঙ্গলবার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুর্নীতির মাধ্যমে অর্থপাচার চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “রিজার্ভের সাড়ে ৭ বিলিয়ন ডলার তারা (সরকার) এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়েছে। এই টাকাটা কাদেরকে দিয়েছে? তাদের সেই সমস্ত লোকজনকে, যারা ব্যবসা-বাণিজ্য করছে বিভিন্নভাবে দেশে-বিদেশে এবং তারা এই টাকাটা নিয়ে বিদেশে পাচার করেছে, বাড়ি-ঘর বানিয়েছেন। দেশের মধ্যে সেই টাকা আর আসছে না।"

৩.
সরকার নয়, বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের কথার পাল্টায় তিনি বলেছেন, "পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের যে অন্তর্জ্বালা, তা দিন দিন বাড়ছে। সমনেই আসছে মেট্রো রেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন।” গত বুধবার ঢাকার বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Bangladesh leftist party members protest against recent electricity crisis in front of the National Press Club in Dhaka, Bangladesh 21 July, 2022.
Bangladesh leftist party members protest against recent electricity crisis in front of the National Press Club in Dhaka, Bangladesh 21 July, 2022. Source: AAP, EPA
৪.
নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিএনপি সংলাপে না এলেও দলটির জন্য ‘অপেক্ষা’ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গত বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি ‘ইতিবাচক মনোভাব’ দেখেছেন। তার আশা, রাজনৈতিক দলগুলো নিজেরাই ঐক্যমত্যে পৌঁছানোর প্রচেষ্টা নেবে। পাশাপাশি ইসির চেষ্টাও অব্যাহত থাকবে।

৫.
সরকার পরির্তন ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে কোনো সংলাপ হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের কারো বিএনপিকে ছাড়া নির্বাচন করার সাধ্য নাই। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এদিন বিকালে বিএনপির সঙ্গে বসার সময় দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দলটির পক্ষ থেকে মঙ্গলবারই ইসিকে ‘না’ বলে দেওয়া হয়। মির্জা আব্বাস বলেন, “আজকে নির্বাচন কমিশনের সাথে বিএনপির সংলাপ ছিল। আমরা সংলাপে যাই নাই। কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না আমরা নির্বাচন কমিশন মানি না।“
৬.
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রিতে অবহেলার দায়ে টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের ভিত্তিতে গত বুধবার দুই পক্ষের শুনানি শেষে জরিমানা করা হয়। এদিকে আন্দোলনরত রনির অবস্থান কী নিয়ে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কোনো অভিযোগ থাকলে তিনি আদালতে আসতে পারেন বলে হাইকোর্ট জানিয়েছেন। রনির কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে গত বুধবার দিনাজপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেন চারজন। জামালপুর রেলস্টেশনে কর্মসূচি পালন করা চারজন গত বুধবার কর্মসূচি সাময়িকভাবে বিরতি ঘোষণা করেছেন। ওদিকে অনলাইনে ও কাউন্টারে কোথাও টিকিট না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা গত রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে সাড়ে তিন ঘণ্টা রেললাইন অবরোধ করেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের রবিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে যাত্রীর চাপ সামলাতে রাজশাহীগামী অন্যান্য ট্রেনে বাড়তি কোচ যুক্ত করা হবে। ওদিকে রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবিতে কমলাপুর স্টেশনে অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘বাধায়’ সেখান থেকে সরে এসে শাহবাগে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ একদল শিক্ষার্থী। দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়ার পরও কর্তৃপক্ষের ‘আশ্বাস না পাওয়ায়’ বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রনি। একইসঙ্গে সারাদেশে ‘ভুক্তভোগীদের’ রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালনেরও আহ্বান জানান তিনি।

৭.
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা বহু দিনের। দুই দেশের আলোচনায় ভারতের তরফ থেকে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতি এসেছে বহুবার। তবে হত্যা থামেনি। এ বছরের জুন পর্যন্ত পাঁচ বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকার পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে আসেন বিজিবির প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ ও বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। খুব স্বাভাবিকভাবেই তাঁর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সীমান্ত হত্যা নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে নিহতদের ‘অপরাধী’ আখ্যায়িত করেন বিএসএফ মহাপরিচালক। তার যুক্তি, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ঘটনাগুলো রাতেই ঘটে, আর রাতে অপরাধী ছাড়া সীমান্তে কারও যাওয়ার কথা নয়। বিএসএফ ও বিজিবিকে ‘প্রফেশনাল’ সীমান্ত রক্ষী বাহিনী উল্লেখ করে তিনি বলেন, “আমরা হিউম্যান রাইটস বজায় রেখে কাজ করি।” ভারতের অন্য সীমান্ত দেশগুলোর চেয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ বলে জানান তিনি।


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম  ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand