সুবিধাবঞ্চিতদের সহায়তা করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা

Bangladeshi Community, Community Network for Disadvantaged People (CNDP)

Members of Community Network for Disadvantaged People (CNDP) in a fundraising event in Melbourne Source: Supplied

সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সহায়তা করার উদ্দেশ্যে মেলবোর্নের প্রবাসী বাংলাভাষীরা গড়ে তুলেছেন কমিউনিটি নেটওয়ার্ক ফর ডিজেডভান্টেজড পিপল বা সিএনডিপি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগণের সহায়তার ভাবনা থেকে এটি গড়ে ওঠলেও এই প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অস্ট্রেলিয়ান অলাভজনক সংগঠনগুলোকেও সাহায্য করছেন। এই সংগঠনের প্রেসিডেন্ট রেজাউল করিম এবং জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ এসবিএস বাংলাকে জানাচ্ছেন তাদের কার্যক্রম সম্পর্কে।


সংগঠনের প্রেসিডেন্ট জনাব রেজাউল করিম এসবিএস বাংলাকে বলেন যে কমিউনিটি নেটওয়ার্ক ফর ডিজেডভান্টেজড পিপল (সিএনডিপি) একটি অলাভজনক, অরাজনৈতিক এবং ধর্ম-নিরপেক্ষ (নন-রিলিজিয়াস) সংগঠন। এর উদ্দেশ্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করা, যারা সামাজিক-অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত।

সিএনডিপির জেনারেল সেক্রেটারি মিঃ মনসুর রহমান বলেন, এই সংস্থা গঠনের ধারণাটি তাদের মনে প্রথম এলো যখন তার এক অস্ট্রেলিয়ান বন্ধু মিজ জোয়ান নাদজ তার সাথে বাংলাদেশের দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়ীর একটি স্কুলকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেছিলেন। এটি তাদেরকে একটি সফল তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজনের জন্য উৎসাহিত করে। এই ইভেন্ট থেকে ওই স্কুলের জন্য তারা পাঁচ হাজার ডলারের সমতুল্য অর্থ সংগ্রহ করেন। এই ইভেন্টটিই তাদের সংগঠন সিএনডিপি গঠনে মনোবল এনে দিয়েছিলো।
Bangladeshi Community, Community Network for Disadvantaged People (CNDP)
Executive Committee Members of Community Network for Disadvantaged People (CNDP) Source: Supplied
মিঃ করিম বলেন যে তারা সাধারণত এক বছরে একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তবে, কখনও কখনও কমিউনিটি যদি আরও ইভেন্ট সংগঠিত করতে চায় সেক্ষেত্রে তারা বারবিকিউ বা কোথাও একসাথে যাওয়ার কর্মসূচি নেন এবং সেখান থেকে অর্থ সংগ্রহ করতে চেষ্টা করেন।

কোন সংগঠন বা এনজিওকে সাধারণত তারা নগদ সহায়তা দিয়ে থাকেন।

"আমাদের নীতি হলো কোন ব্যক্তিকে না দিয়ে কোন সংস্থা বা এনজিওগুলির মাধ্যমে মানুষকে সহায়তা করা"।

তারা এপর্যন্ত বাংলাদেশে যেসব সংগঠনকে অনুদান দিয়েছেন, সেগুলো হলো ফুলবাড়ী ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন স্কুল, দিনাজপুর, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যশোর, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন (আইভিএফ), ফরিদপুর, বেগম রোকেয়া নারি-ও-শিশু বিদ্যালয় অনন্যায়ন সংস্থা (বার্নোসাসস)। অস্ট্রেলিয়ায় তারা রয়্যাল চিলড্রেনস হসপিটাল, মেলবোর্ন মেট্রো বাংলা স্কুল, ফ্রেড হলৌস ফাউন্ডেশন এবং দ্য স্মিথ ফ্যামিলিকে অনুদান দিয়েছেন।

মিঃ রহমান এসবিএস বাংলাকে অবহিত করেন যে তাদের সংস্থা কনজিউমার্স অ্যাফেয়ার্স ভিক্টোরিয়ায় নিবন্ধিত এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি অলাভজনক সংস্থা হিসাবে কিছু কর ছাড়ের চেষ্টা করছেন।

মিঃ করিম এবং মিঃ রহমান উভয়ই তাদের কার্যক্রমে বাংলাদেশী কমুনিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ চান যাতে তারা সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আরও বেশি সহায়তা দিতে পারেন।

পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand