বন্ডাইতে নিহত নিরাপত্তাকর্মী ফারাজের স্মরণে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি

Bags of donated blood hanging in processing facility of blood bank

Bags of donated blood hanging in processing facility of blood bank. Credit: Elke Meitzel/Getty Images/Image Source

একটি মুসলিম যুব সংগঠন রেড ক্রসের সাথে যৌথভাবে রক্তদান কর্মসূচি শুরু করেছে। রেড ক্রস লাইফব্লাড আহমদীয়া মুসলিম ইয়ুথ অস্ট্রেলিয়া গ্রুপের সাথে যৌথভাবে কাজ করবে।


বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির পক্ষে কাজ করছে আহমদীয়া মুসলিম ইয়ুথ অস্ট্রেলিয়া নামের শীর্ষস্থানীয় এই ইসলামিক সংগঠনটি।

আয়োজকরা মনে করেন যে এই কর্মসূচি বন্ডাই ওয়েস্টফিল্ড হামলায় নিহত ছয়জনের উত্তরাধিকারকে সম্মানিত করবে।

ওয়েস্টফিল্ড বন্ডাই জংশনে ঘটে যাওয়া গত ১৩ এপ্রিল ২০২৪-এর সেই রুটিন দিনটি ছিল একটি ভয়ঙ্কর দিন - যেদিন একজন আততায়ী একের পর এক ছুরিকাঘাতের তাণ্ডব চালিয়ে ছয়জন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

তাদেরই একজন ৩০ বছর বয়সী ফারাজ তাহির, যিনি ওই শপিং মলের নিরাপত্তা কর্মী ছিলেন। তাহির তার নিজ দেশের ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন।

দিনটি ছিল তার কাজের প্রথম দিন।

আহমদিয়া মুসলিম ইয়ুথ অস্ট্রেলিয়ার (এওয়াইএমএ) সাথে যুক্ত শোয়েব শামস নিহত ফারাজকে ভালো করেই চিনতেন।

তিনি বলছেন, "ফারাজ তাহির অস্ট্রেলিয়ায় একজন রিফিউজি ছিলেন, তিনি এই দেশে এসেছিলেন, মাত্র এক বছরেরও বেশি সময় আগে, তিনি নিপীড়ন থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। এই দেশটিকে তার নতুন বাসভূমি বানাতে চেয়েছিলেন। আহমদিয়া মুসলিম যুব সমিতির সদস্য হিসেবে অনেক দাতব্য কাজে অংশ নিতেন।"
আরও শুনুন
Young man swept away in floodwaters remembered by family and friends image

সিডনিতে বন্যার স্রোতে মৃত্যুবরণ করেছিলেন পাকিস্তানি তরুণ আইয়াজ, তাকে নিয়ে স্মৃতিচারণ পরিবার ও বন্ধুবান্ধবদের

SBS Bangla

08/05/202104:39
পাকিস্তানের একই শহর থেকে এসেছেন এওয়াইএমএ-এর আরেক সদস্য নাভিদ আহমেদ, যিনি ফারাজকে ভালোভাবে চিনতেন।

তিনি বলছেন, অস্ট্রেলিয়ার মতো দেশে এই ধরনের মর্মান্তিক ঘটনা কেউ আশা করে না। আমার অতীত ফারাজের মতোই, এবং আমি বুঝতে পারি যে তিনি কেমন সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। অনেক আশা এবং স্বপ্ন নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় এসেছিলেন, তার এমন অকাল প্রয়াণ দুর্ভাগ্যজনক।

এওয়াইএমএ সেদিনের হামলায় নিহত তাদের বন্ধু ও অপর পাঁচজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যোগ নেয়।

তারা রেড ক্রস লাইফব্লাডের সাথে একযোগে একটি রক্তদান কর্মসূচি মাধ্যমে এটি করেছে, যার নাম 'গিফট অফ ফারাজ' বা 'ফারাজের উপহার'।

অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাড-এর ন্যাশনাল পার্টনারশিপের ম্যানেজার কার্লি ব্য়র্নস বলেন যে তারা এই উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।

মিজ ব্য়র্নস বলেন যে এই রক্তদান কর্মসূচিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ বন্ডাই জংশন ট্র্যাজেডির ঘটনায় প্রচুর রক্তের প্রয়োজন হয়েছিল।

তিনি বলছেন, "বন্ডাই জংশনে মর্মান্তিক ঘটনার পর বেশ কিছু ট্রমা রোগী ছিলেন, যাদের খুব জরুরি অস্ত্রোপচার এবং চিকিত্সার প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে রক্ত। ওই ঘটনায় জরুরী প্রয়োজন মেটাতে প্রচুর পরিমাণে রক্তের ইনভেনটরি ব্যবহার করা হয়েছে।"

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের রেড ক্রস লাইফব্লাড ওয়েবসাইটে 'গিফট অফ ফারাজ' কথাটি অনুসন্ধান করে রক্তদানের জন্য নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

একজনের এই দান তিনটি জীবন বাঁচানোর সুযোগ সৃষ্টি করে, কোন ট্র্যাজেডি এবং ক্ষতির দিনটিকে পরিণত করে অগণিত প্রত্যাশার দিনে।
LISTEN TO
Bondi Shooting Bangla image

বন্ডাই শপিংমলে ছুরি হামলাকারীর পরিচয় সনাক্ত

SBS Bangla

15/04/202406:42
মি. শামস বলেন, এওয়াইএমএ বিশ্বাস করে যে রক্তদান কর্মসূচিটি বন্ডাই ট্র্যাজেডির শিকার ছয়জন মানুষের সাহসিকতা এবং কমিউনিটি সার্ভিসের চেতনার প্রতি এক ধরণের শ্রদ্ধাজ্ঞাপন।

তিনি বলছেন, "এই ট্র্যাজেডির পর আমাদের অনেক তরুণ এবং কমিউনিটির সদস্যরা আলোচনা করেছেন যে ফারাজ যে আত্মত্যাগ করেছেন আমরা কীভাবে তাকে সম্মান করতে পারি? কীভাবে আমরা তাকে স্মরণ করার মতো কিছু করতে পারি।

"এবং তখনই রক্তদান কর্মসূচির ধারণাটি আসে। আমরা সকলেই জানি, অস্ট্রেলিয়ায় রক্তের ঘাটতি রয়েছে, এবং একজনের রক্ত দান তিনজনের জীবন বাঁচাতে পারে। তাই আমরা বললাম যে, ফারাজ জীবন বাঁচানোর জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং আমরা তাকে স্মরণ করার জন্য এটা করতে পারি।"

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand