'রক উইথ মেলবোর্ন এনএসইউয়ার্স' অনুষ্ঠানে শ্রোতাদের মাতালেন জন কবির ও ব্যান্ড ওয়ারফেজ

Warfaze_j Kabir.jpg

Singer-actor John Kabir was performing in 'Rock with Melbourne NSUers' event. Credit: Melbourne NSUers

গত ৯ অক্টোবর, রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মেলবোর্নের কলিংউড টাউন হলে অনুষ্ঠিত হলো 'রক উইথ মেলবোর্ন এনএসইউয়ার্স' শীর্ষক সংগীতানুষ্ঠান। এতে আমন্ত্রিত হয়ে এসেছিলো ব্যান্ড মিউজিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রুপগুলোর মধ্যে অন্যতম 'ওয়ারফেজ' এবং সঙ্গীতশিল্পী-অভিনেতা জন কবির।


অনুষ্ঠানে মেলবোর্নের স্থানীয় ব্যান্ড 'বিগ ব্যান্ড থিওরী'ও অংশ নেয়।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন মেলবোর্ন এনএসইউয়ার্স-এর পক্ষে তামিম খান এসবিএস বাংলাকে বলেন, ইভেন্টটিতে রক মিউজিকের সব বয়সী ফ্যানদের জন্য এমন এক ধরণের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স উপহার দেবার চেষ্টা করা হয়েছে, যা ছিল একইসাথে নস্টালজিক এবং সমসাময়িক।
Warfaze_audience.jpeg
The audience at the event of 'Rock with Melbourne NSUers'. Credit: Melbourne NSUers
তামিম খান বলেন, আমরা চেষ্টা করেছি ভেন্যু, সাউন্ড, লাইট সবকিছুতেই সেই পেশাদারীত্ব বজায় রাখার।

'সকল এনএসইউয়ারদের সহযোগিতা এবং মেলবোর্নের রক মিউজিক ভক্তদের বিপুল উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়,' বলেন তিনি।
ইভেন্টের কমিউনিটি পার্টনার ছিলো বাংলা ব্যান্ড এসোসিয়েশন, অস্ট্রেলিয়া এবং প্রচারনায় ছিলো ক্রিয়েটিভ এন্টারটাইমেন্ট অস্ট্রেলিয়া। এছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন (এবিএ) এবং বিভিন্ন সংস্থা অনুষ্ঠানটি স্পনসর করাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
Warfaze_Tipu.jpg
Warfaze band leader and drummer Sheikh Monirul Alam Tipu was performing at the 'Rock with Melbourne NSUers'. Credit: Melbourne NSUers
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিলো ওয়েসিস একাউন্টিং।

ওয়ারফেজের ব্যান্ড লীডার-ড্রামার এবং ব্যান্ড গ্রুপগুলোর সংগঠন বামবা'র সহ-সভাপতি শেখ মনিরুল আলম টিপু এবং গিটারিস্ট সামির হাফিজ এক আলাপচারিতায় যোগ দিয়েছিলেন এসবিএস বাংলার সাথে।
Warfaze_nsuers.jpg
Artists were performing at the 'Rock with Melbourne NSUers'. Credit: Melbourne NSUers
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Warfaze_Samir.jpg
Warfaze guitarist Samir Hafiz was performing at the 'Rock with Melbourne NSUers'. Credit: Melbourne NSUers'
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand