রিজিওনাল অঞ্চলে আরও বেশি অভিবাসীদের বসতি ও কাজের সুযোগের জন্যে চাপ প্রয়োগ

A man stands in between rows of plants at a wasabi farm near Orange, NSW

A man with his crop at a farm near Orange, NSW Source: AAP

অস্ট্রেলিয়ার রিজিওনাল অঞ্চলে অভিবাসন বাড়ানোর জন্য অস্ট্রেলিয়ান সরকারের কাছে নতুন করে আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে শহরের বাইরের অঞ্চলগুলিতে শ্রমশক্তির ঘাটতি এবং জনসংখ্যার ক্রমহ্রাসের প্রবণতা কমাতে আরও বেশি অভিবাসন উৎসাহিত করা প্রয়োজন।


অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার জন্য সম্প্রতি আরও বেশি আহ্বান জানানো হচ্ছে যাতে করে রিজিওনাল কম্যুনিটিগুলোয় বেশি মানুষ যেতে উৎসাহ পায়।

ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স বর্তমানে অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করছে এবং এ সম্পর্কিত বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদন জমা নিচ্ছে।

ফেডারেল সরকারের সেন্টার ফর পপুলেশন থেকে নতুন তথ্য প্রকাশের পর, কিছু কিছু সংস্থা বলছে যে রুরাল সম্প্রদায়গুলিকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন এবং উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
রিজিওনাল অস্ট্রেলিয়া ইন্সটিটিউটের প্রধান অর্থনীতিবিদ কিম হটন কান্ট্রি এলাকার জন্য বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেছেন।

ইনস্টিটিউটটি আগামী ১০ বছরের মধ্যে এই অঞ্চলে নতুন আগতদের সংখ্যা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে একটি 'রিজিওনালাইজেশান ২০৩২ অ্যামবিশান' প্রকাশ করেছে।

কিম হটন জোর দিয়ে বলেন যে এই প্রকল্পগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে বিভিন্ন সম্প্রদায় এবং স্বতন্ত্র অভিবাসীদের এই প্রক্রিয়াগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে।

সাম্প্রতিক জনশুমারির তথ্যে আরও দেখা গেছে যে অভিবাসীরা রিজিওনাল অঞ্চলে জনসংখ্যা হ্রাসের প্রবণতা কমাতে সহায়তা করে। এটি গুরুত্বপূর্ণ কারন প্রায় ১০৩টি রিজিওনাল এল-জি-এতে অস্ট্রেলিয়ান জনসংখ্যা আগের চেয়ে হ্রাস পেয়েছে।
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট কনস্টানটিন প্যাক্সিনোস আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রগুলিতে প্রবৃদ্ধি ও স্থায়িত্ব নিশ্চিত করার জন্য অভিবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

প্যাক্সিনোস আরও বলেন যে সাম্প্রতিক অভিবাসন নীতি আগত অভিবাসীদের জন্য রিজিওনাল অঞ্চলের চেয়ে রাজ্যের মূল শহরগুলিকে অগ্রাধিকার দিয়েছে. যেটি বদলানো দরকার।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে কান্ট্রি এলাকাগুলোয় অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক প্রায় ৯৬ হাজার চাকরির পদ শূন্য ছিল।
মার্ক গ্লেজব্রুক মাইগ্রেশান সল্যুশান নামক দক্ষিণ-অস্ট্রেলিয়া ভিত্তিক একটি সংস্থার সি-ই-ও। তিনি বলেন, জনসংখ্যার কমে যাওয়া মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া হলে রিজিওনাল অঞ্চলগুলির এ থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই।

ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অভিবাসন ব্যবস্থা নিয়ে পর্যালোচনা এখনো চলছে, এবং অনেকেই আশা করছেন যে ভবিষ্যতের জন্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে রিজিওনাল অঞ্চল বর্তমানে যে ঝুঁকির সম্মুখীন হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা থাকবে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার  সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand