ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন একটি কমিউনিটি হাব গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে

Bangladeshi Community in Melbourne

ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের শিক্ষার্থীদের একাংশ Source: VBCF/Facebook

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করতে একটি অলাভজনক সংগঠন হিসেবে প্রায় পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)। সংগঠনটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইউসুফ আলী এবং জেনারেল সেক্রেটারি জাহিদ মজুমদার এসবিএস বাংলাকে জানিয়েছেন ভবিষ্যৎ তাদের পরিকল্পনার কথা।


একটি অলাভজনক সংগঠন হিসেবে প্রায় পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)। সংগঠনটি বাংলাভাষী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই সংগঠনটির সদস্যরা একটি নির্বাচনের মাধ্যমে এর কমিটি গঠন করেন।

এই কমিটির মূল কাজ কি হবে ?

সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ আলী বলেন, "ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলকে আরো বৃহত্তর রূপ দিতে গিয়েই ভিবিসিএফ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলা স্কুল ছাড়াও আমাদের নিয়মিত কর্মকান্ড যেমন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবাস ধ্বনি, স্পোর্টস ক্লাব, মোবাইল লাইব্রেরি, ইসলামিক ক্লাস পরিচালনা করছি।"
Bangladeshi Community
ভিবিসিএফ সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ আলী Source: Supplied
তিনি জানান যে তারা প্রতি বছর উইন্ডহ্যাম  সিটি কাউন্সিলের সাথে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন ২১শে ফেব্রুয়ারী। এছাড়া বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিন যেমন পহেলা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসও তারা পালন করেন। 

বাংলা স্কুলের নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা এবং এর উৎকর্ষ সাধনেও কাজ করছেন তারা।

যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মতভেদ দূর করতে সংগঠনের জেনারেল সেক্রেটারী জাহিদ মজুমদার বলেন, "ইলেকশনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি যে সব সময় বের হয়ে আসবে তা হয়তো সব সময় হয় না, তবে যেহেতু সদস্যরা নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছেন, সেটাকেই বৃহত্তর কমুনিটির ইচ্ছার প্রতিফলন হিসেবে নিতে হবে।"

তিনি বলেন, "প্রার্থীদের মধ্যে হয়তো দূরত্ব হতে পারে, কিন্তু আমরা যেই জিতি বা হারি আমরা এই কমুনিটির জন্যই কাজ করবো। ভিবিসিএফ একটা অলাভজনক প্রতিষ্ঠান, আমরা যারা কাজ করি সেচ্ছসেবক হিসেবে করি। শুধু তাই নয় যারা কমিটির সদস্য নন তারাও আন্তরিকভাবে কাজ করছেন। আমরা চেষ্টা করবো আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবসময় সংগঠনের কর্মকান্ডে জড়িত রাখতে। কারণ, আমাদের মটো হচ্ছে ব্রিঙগিং কমিউনিটি টুগেদার।"    

কমিউনিটি হাব গঠনের কাজ কতটুকু এগুলো?

মিঃ ইউসুফ আলী বলেন, "এটাই এই কমিটির মূল চাওয়া পাওয়া। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সব আইনি জটিলতা দূর করে সিদ্ধান্ত নিয়েছি যে একটা শক্তিশালী কোর কমিটি করে  কমিউনিটি হাবের প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবো। এজন্য কমুনিটির সকল সদস্যদের সাথে নিয়ে তহবিল সংগ্রহের চেষ্টা করা হবে। ইতিমধ্যে উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের সাথে প্রাথমিক আলোচনাও হয়েছে।" 

মিঃ জাহিদ মজুমদার সংগঠনের কাজের সুবিধার্থে সংস্কার এবং পুর্নগঠন করবেন বলে জানান।
Bangladeshi Community in Melbourne
ভিবিসিএফ সংগঠনের জেনারেল সেক্রেটারী জাহিদ মজুমদার Source: Facebook
"আমার স্লোগান ছিল সংগঠনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কমিউনিটিকে একত্রিত করা। এই চিন্তা থেকেই আমরা চেষ্টা করবো একটা সিস্টেম দাঁড় করাতে যাতে ওই সিস্টেমই সংগঠনকে আপন গতিতে এগিয়ে নেয়।"

মুসলিম কবরস্থানের পাশাপাশি একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড গঠনেরও চিন্তা আছে ভিবিসিএফের যাতে কোন আকস্মিক বিপদ আপদে এই ফান্ড থেকে কমুনিটির কোন বিপদগ্রস্ত সদস্যকে সহায়তা করা যায়। এটা শুধু মুসলিম সদস্যদের জন্য নয়, বাংলাদেশি কমুনিটির সকল ধর্মীয় বিশ্বাসের সদস্যরা সহায়তা পাবেন। 

পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand